পার্টনারশিপ বিজনেস সম্পর্কে একটি 'নট সো ইন্সপায়ারিং' গল্প

২৭৮৫ পঠিত ... ২০:৫৮, জানুয়ারি ০১, ২০১৯

- পলাশ ভাই, দুই ভাই মিলে চলেন পার্টনারশিপে বিজনেসে নামি। চাকরি করতে করতে বুড়া হইয়া গেলেন, আর কতো?

- পার্টনারশিপে বিজনেস করবি আমার সাথে?

- জ্বি ভাই, আমি ঠান্ডা মাথায়, অনেক দিন চিন্তা ভাবনা করার পরে ডিসিশন নিছি।

- পার্টনারশিপে বিজনেস করার উপর একটা মটিভেশনাল গল্প আছে, শুনবি?

- অবশ্যই, এইসব গল্প খুব ইন্সপায়ারিং হয়। গল্প বলতে গিয়া আপনার নিজের কাছেই মনে হইবো, এখনই বিজনেসে ঝাঁপাইয়া পরি। আপনি বলেন।

- একবার তিন বন্ধু ঠিক করলো, তারা পার্টনারশিপে বিজনেস করবে। বিজনেস শুরু করতে গেলে তো মূলধন লাগে, সেইটা আবার তাদের কাছে নাই। তারা ভাবলো, এক মাস ডাকাতি করি, তারপর টাকা পয়সা জমলে সৎ পথে একটা ব্যবসা শুরু করা যাবে।

সেই মোতাবেক এক মাস ডাকাতি করার পরে তাদের কাছে দশটি স্বর্ণমুদ্রা আর কিছু টাকা জমা হলো।

বিজনেস প্ল্যান করার জন্য এক জায়গায় জমা হয়ে তিনজন আলাপ আলোচনা শুরু করলো। তিন বন্ধুর একজন বললো 'যাই, আমি কিছু খাবার কিনে আনি সবার জন্য। ক্ষিধা লাগছে'। এই বলে সে বাজারে চলে গেলো।

বাকি দুই বন্ধুর মাথায় কুচিন্তা আসলো। এই বন্ধুকে মেরে ফেললেই সব জমানো জিনিস মাত্র দুই ভাগ করা লাগবে। সেই ক্যাপিট্যাল দিয়ে আরামে ব্যবসা স্টার্ট করা যায়।

যেই ভাবা সেই কাজ, তৃতীয় বন্ধু রুটি মাংস নিয়ে ফেরত আসতেই তাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলা হলো।

লাশ মাটি চাপা দিয়ে তারা খেতে বসলো।

সেই খাবার খেয়ে ঐ দুই বন্ধু ও তড়পাতে তড়পাতে মরে গেলো। খাবারে আগে থেকেই বিষ মেশানো ছিলো, এই দুইজনকে বিষ খাইয়ে মারার প্ল্যান ছিলো তৃতীয় জনের।

এই গল্পের মর‍্যাল হচ্ছে, পার্টনারশিপ বিজনেসের উপর ভাল কোনো বিজনেস নাই বাংলাদেশে। এখন বল, কবে থেকে শুরু করতে চাস? দ্যা আরলি, দ্যা বেটার।

- বাদ দেন ভাই, আপনি মানুষ ভালো না, ব্যবসার নামে আমারে বিষ খাওয়াইয়া মাইরা ফালাইবেন।

২৭৮৫ পঠিত ... ২০:৫৮, জানুয়ারি ০১, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top