মেক্সিকোকে জেতানোর জন্য আজ ব্রাজিলকেই সাপোর্ট করছি : বিরাট কোহলি

১০৮০ পঠিত ... ১৮:১৭, জুলাই ০২, ২০১৮

এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমি, বিরাট কোহলি। না, ক্রিকেট বিশ্বকাপের কথা বলছি না। ফুটবল বিশ্বকাপেই কাজটা সম্ভব হয়েছে! কীভাবে, তা আশা করি আপনারা জানেন। আমি খুব দারুণ ফর্মে আছি, এবং আমি আশা করি আমার এই ফর্ম আমি বিশ্বকাপের শেষ পর্যন্ত ধরে রাখব। মেসি, রোনালদো, ইনিয়েস্তা, রামোসরা যেখানে ব্যর্থ, সেখানে আমিই সফল। আমার সাফল্য ক্রিকেটে বেশি না ফুটবলে, এখন এমন প্রশ্ন উঠতেই পারে।

আসলে এই সাফল্যের ভিতটাও রচিত হয়েছিলো আমার শৈশবেই! আমার ছোটবেলা কেটেছে টম এন্ড জেরি দেখে। জেরীর চেয়ে আমার টমকেই বেশি ভাল লাগতো, টম আর জেরির লড়াইয়ে সাপোর্ট করতাম টমকেই। আর সেই টমই কিনা বারবার হেরে যেত জেরির কাছে। এরপর আমার জীবনে আমি আসলে তখন থেকেই বুঝতে পেরেছি, যে আমি যে টিম সাপোর্ট করছি সে টিমের জেতা সম্ভব নয়। আপনিই বলুন, আমি বেঙ্গালুরুর হয়ে খেলি, সেখানে আমার সাথে খেলেছে গেইল, ডি ভিলিয়ার্স এমন সব হাতিঘোড়া! অথচ সে টিম কখনো আইপিএল জেতেনি? গতবার যেদিন আইপিএল থেকে বাদ হয়ে গেলাম, আনুশকা নিজেই বিস্ময়ে আমাকে জিজ্ঞেস করেছে, 'কেমনে পারো ম্যান?'

ও অবশ্য বলতেই পারে... আনুশকাকে বিয়ে করলাম, আনুশকা দিল্লির মেয়ে, দিল্লীও কখনো জিতল না আইপিএল। বিয়ে করলাম ইতালিতে গিয়ে, ইতালি বিশ্বকাপে কোয়ালিফাইই করতে পারল না। নিজেকে মাঝেমাঝে উট শাহীনের চেয়ে নিম্নস্তরের মনে হয়, ঐ ব্যাটার প্রেডিকশান মাঝেমাঝে মিলে যায়, আমার কোনদিনই মিললো না! বিশ্বকাপের শুরুতে জার্মানির জার্সি পরে ছবি দিয়েছিলাম, দেখেছেন নিশ্চয়ই। চাইছিলাম এবারো বিশ্বকাপটা তারা পাক, আর তারা কিনা প্রথম রাউন্ডেই বাদ!

জার্মানি বাদ পড়ার পর যাকে যাকে বাদ দেয়া দরকার ছিল, সবাইকেই সাপোর্ট করেছি! আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেনই ছিল আমার প্রথম পছন্দ। এবার কিন্তু গুলি মিস হয়নি, তারাও বাদ চলে গেলো! আমি আমার এই প্রতিভার পরিচয় এই বিশ্বকাপে যত ভালোভাবে পেয়েছি, আগে কখনো পাইনি। আগে জানলে কখনো ইন্ডিয়ার সাপোর্ট করতাম না, আমার ধারণা সেঞ্চুরি করার চেয়ে আমি প্রতিপক্ষ দলকে সাপোর্ট করলেই ইন্ডিয়ার জেতার চান্স বেশি!

অনেকেই দেখছি এখন আমার সাথে দেখা হলে বদদোয়া চায়! একটা বাচ্চা ছেলে সেদিন তো রাস্তায় আমার সাথে দেখা হবার পর বলল, ‘কোহলি, দুয়া করো যাতে আমি কোনোদিনই ভালো ক্রিকেটার না হতে পারি’! আমিও অবশ্য দোয়া করে দিয়েছি, আমি নিশ্চিত, এই ছেলেই আগামী দিনের শচীন টেন্ডুলকার হবে!

যাই হোক, অন্য দলের কথা ছেড়ে নিজের দলে ফিরে আসি! আমি বিশ্বাস করি, ছাব্বিশে নয়, ইন্ডিয়া আগামী বিশ্বকাপেই খেলবে! সেদিন হবে আমার স্বপ্নের দিন। সেই বিশ্বকাপে আমি ইন্ডিয়ার বিপরীতে একে একে যারা খেলবে, তাদের সবার সাপোর্ট করে ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়ে ছাড়ব। সেই বিশ্বকাপের প্রস্তুতি পর্ব হিসেবে আমি এই বিশ্বকাপকে হাতে নিয়েছি। ইন্ডিয়ার বিপক্ষে যখন এসব দলের খেলা পড়বে, তখন একের পর এক তাদের সাপোর্ট করে বিদায় করব।

আজকের ম্যাচে আমি কাকে সাপোর্ট করছি? অবশ্যই ব্রাজিল! মেক্সিকোকে জেতানোর এর চেয়ে বড় উপায় আমার জানা নেই!

১০৮০ পঠিত ... ১৮:১৭, জুলাই ০২, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top