একজন বিসিএস পরীক্ষার্থীর কাছে বিসিএস পরীক্ষার মৌসুমে সবকিছু যেমন মনে হয়

১৮৭৮ পঠিত ... ১০:৫৪, ডিসেম্বর ২৯, ২০১৭

বিসিএস পরীক্ষার্থী হওয়ার কিছু সুফলের সাথে সাথে কিছু কুফলও আছে। এর মধ্যে সবচেয়ে বড় কুফল হলো, সব টুকে নিতে ইচ্ছা করে। মুখস্থ করার ইচ্ছা জাগে। মনে হয়, 'যদি আসে?'
বুয়া জানালো রসুন নাই, পেঁয়াজ দিয়ে ডাল বাগার দিয়েছে। টুকে নিলাম, যদি আসে? টুকে নিলাম। ধরে নিই, এমন প্রশ্ন আসলো-

কী কী দিয়ে ডাইলে বাগার দেয়া সম্ভব?

১. কাঁঠাল
২. পেঁয়াজ
৩. মুলা
৪. শালগম।

এমন প্রশ্ন আসলে চোখ বুজে পেঁয়াজ-এ টিক দেব।

অলংকরণ: মাহাতাব রশীদ

উইলিয়াম কেরির পিএস এর নাম কী এমন প্রশ্ন যখন আসে, তখন ডালে বাগার দেয়া সম্পর্কিত তথ্য আসা অমূলক না। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে? এইসব প্রশ্ন আসে বিসিএসে। চিনের জিঞ্জিয়াং প্রদেশে প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী? উইঘুর।

এক বন্ধু দেখলাম খুব মনোযোগ দিয়ে টুথপেস্ট এর মোড়কের লেখা পড়ছে। আমি তাকিয়ে আছি দেখে বলল, পড়ে রাখি। যদি আসে? মহাত্মা গান্ধীর ছাগলের নাম কি ছিল? পড়ে রাখতে হবে, যদি আসে? গান্ধীজির কি ডায়াবেটিস ছিল? যদি আসে?

চর্যার প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ। আমি অপশন না দিলে বলতাম কাটাপ্পা! কারন বাহুবলি দেখার সময় কাটাপ্পা টুকে রেখেছিলাম। যদি আসে?
সুদানের রাজধানী কিংবা গ্রিসের পিস যাত্রা দিয়া আমি কী করবো জানা নেই, তবে টুকে কিন্তু রাখছি। যদি আসে?

দোস্ত কই যাস? বাথরুমে। ওকে, টুকে রাখি, কোন রিস্ক নেয়া যাবে না। যদি আসে? রিকশা দেখি, আচ্ছা রিকশার চেইনে কয়টা ফুটা? রিকশার হায়েস্ট স্পিড কত? জানতে হবে তো! যদি আসে? ভাড়াটিয়ার ইবলিশ সন্তানটা এত লাফাচ্ছে কেন? থাবড়া দিলে দাঁত টাত পড়বে না তো? পড়লেও কয়টা? টুকে নিতে হবে। যদি আসে? আমার দাদার চাচাতো ভাই এর নাম কী? বাই দ্যা ওয়ে আমার দাদার নাম কি? টুকে নিতে হবে। যদি আসে?

আচ্ছা আমি কে? শিট, আমি কে? টুকে নিতে ভুলে গেছি তাই মনে পড়ছে না। আমি কি লুইপাদ নাকি শবরপাদ? নাকি আমিই কাটাপ্পা? আমার দাদার চাচাতো ভাই মে বি মহেন্দ্র বাহুবলি। টুকে নিতে হবে। যদি আসে?

১৮৭৮ পঠিত ... ১০:৫৪, ডিসেম্বর ২৯, ২০১৭

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top