বাঙালিকে বোঝা অত সোজা নয়, কূল নাই মিছে সাঁতরে ভোরবেলা যাকে গালাগালি করে, পূজা করে তাকে রাত্রে অদ্ভূত এই বাঙালি স্বভাব চিরকাল ধরে থাকিবে কম বেশি বোঝে অন্য সবাই, ভালো টের পায় সাকিবে। শতরান সাথে উইকেট নিলে টাইগার নেই সে ছাড়া ব্যাটে রান নেই, উইকেট নেই? সাকিব তখন বেচারা। সাকিবটা খেলে নিজের জন্য, দেশ নিয়ে নেই ভাবনা বদমাশটাকে ন্যাশনাল টিমে রেখে দেয়া মানে লাভ না। টিম থেকে ওকে বের করে দাও, বহাও গালির বন্যা রক্ষা পাবে না সাকিবের স্ত্রী, অথবা তাঁদের কন্যা। বাপের জন্মে ট্রেনে চড়ে নাই, কপ্টারে যায় বাড়িতে? বাঙালি পারলে আগুন ধরাতো সাকিবের কাঁচা দাঁড়িতে। সাকিবের লাগি সারাক্ষণ রেডি বাঙালি স্বভাব পর্ব যাচ্ছে না বোঝা সাকিব কি বোঝা? নাকি বাঙালির গর্ব? সকালে সাকিবে আস্থা রাখলে বিকালে উধাও আস্থা ম্যান অব দ্যা ম্যাচ আজ যদি হয় কালই মাপুক রাস্তা। সুদিনে সাকিব মাথার উপরে, দুর্দিনে কেউ পাশে নাই বাঙালির মত অস্থির জাতি পৃথিবীর ইতিহাসে নাই।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন