আযহারীর বক্তব্য নিয়ে সমালোচনাকারীদের যে ১০টি পাল্টা জবাব দেবেন

৮৩৩৩ পঠিত ... ১৯:০০, ডিসেম্বর ১২, ২০২০

মাহফিলের এক বয়ানে মিজানুর রহমান আযহারীর কাতার থেকে কায়রো যাওয়ার রুটে হিমালয় দেখার দাবি করেছেন। স্বভাবতই এই রুটে নেপাল পড়ার কোন ধরণের সম্ভাবনা না থাকায় হুজুরের এই বক্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কিন্তু আমরা জানি, হুজুর মিথ্যা বলতে পারেন না। হুজুর যখন বলেছেন দেখেছেন, মানে তিনি সন্দেহাতীত ভাবেই দেখেছেন। কিন্তু হুজুরের ভক্ত হিসেবে তা কীভাবে প্রমাণ করবেন?

প্রমাণ করার দরকার নেই, কেউ হুজুরের সমালোচনা করতে আসলেই সেখানে ছুড়ে দিন যোগ্য জবাব। আপনার জন্য এমন ১০টি যোগ্য জবাব খুঁজে বের করেছে টিম eআরকি।

১# ইহুদি নাসারাদের তৈরি গুগল ম্যাপের রেফারেন্স দিয়ে হুজুরের বক্তব্যকে ভুল প্রমাণ করতে আসবেন না। পারলে নিজেরা একটা গুগল ম্যাপ বানান, তারপর হুজুরের ভুল ধরতে আসবেন।

২# হুজুরের বক্তব্য নিয়ে সমালোচনা করার আগে নিজে কাতার-কায়রো রুটে বিমানে ছড়ে দেখান। নিজেরতো সেই মুরদ নাই।

৩# কয়েকদিন আগে নোয়াখালী, মিরপুর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছে মানুষ। তখন তো কিছু বলেন নাই। শুধু হুজুরের হিমালয় দেখলেই দোষ।

৪# গাঁজার নৌকা পাহাড় দিয়ে যাওয়ার কথা তো শুনেছেন। আর হুজুরেরটা তো বিমান। সেটা হিমালয়ের উপর দিয়ে যেতেই পারে।

৫# কাতার থেকে কায়রো যাওয়ার রুট কি একটাই? কাতার থেকে নেপাল আসা যায়, নেপাল থেকে ভারত, তারপর পাকিস্তান, এরপর সহজেই আবার নেপাল এসে কাতার এরপর কায়রো। এই রুট ব্যবহার করলে একবার নয়, দুইবার হিমালয় দেখা যাওয়ার কথা।

৬# হুজুরের বক্তব্যের আগে পিছে কেটে ভুল বার্তা দেয়া হয়েছে। পুরো ভিডিও দেখলে বুঝবেন, ওনার কথাই সত্যি।

৭# আজ যদি কলম্বাস এমন কথা বলতো তখনতো ঠিকই মেনে নিতেন। আযহারী বলাতেই আপনাদের যত চুলকানি। না চুলকিয়ে মলম লাগান।

৮# আপনার তো সাহস কম না! আযহারীর একটা নখের যোগ্যতা নাই, আসছেন তার বক্তব্যে ভুল ধরতে।

৯# আকাশের আগামাথা আছে নাকি। পাইলট ব্যাটা পথ হারিয়ে নেপাল চলে গেছে। আযহারী যদি হিমালয় দেখেই সে দোষ পাইলটের। পাইলটের দোষ আযহারীর উপর চাপাবেন না।

১০# কিসের জবাব? হু? ৯০% মুসলমানের দেশে আজহারীকে নিয়ে সমালোচনার স্পর্ধা কীভাবে পাস? ওই খাড়া...

৮৩৩৩ পঠিত ... ১৯:০০, ডিসেম্বর ১২, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top