'খেতে খেতে ৮টি আম খেয়ে ফেলেছি।'
রবিবার ২৮ জুন শবনম ফারিয়ার একটি ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত 'তথ্য' নিয়ে এমন শিরোনামে একটি খবর ছাপায় প্রথম আলো। ঐ স্ট্যাটাসে এই একটি লাইন বাদে আরও কথা লিখেছিলেন ফারিয়া। তবে শিরোনাম দেখে মনে হয়, শবনম ফারিয়া হামলে পড়ে দিনরাত শুধু আম খাচ্ছেন।
বলতে পারেন, বিনোদন সাংবাদিকতায় তো এসব হয়ই। অমুক তারকা আম খাচ্ছেন, তমুক তারকা মাছ কুটছেন, এগুলো কি খবর নয়? তেমনটা বলছি না। তবে শিরোনাম যদি খবরের বিষয়বস্তু সম্পর্কে ভ্রান্ত/অল্টারনেটিভ ধারণা দেয়, সেটাকে 'যথাযথ' শিরোনাম বলা যায় কিনা সেটাও বিতর্কের বিষয় বটে।
চলুন, বিষয়টা অন্যভাবে ভাবি। ধরে নেয়া যাক, রবিবার সকালে শবনম ফারিয়া অন্য কোনো স্ট্যাটাস দিলেন। সেই স্ট্যাটাস ধরে প্রথম আলোর বিনোদন বিভাগে খবর প্রকাশিত হলো। সেই খবরগুলোর শিরোনাম ভাবতে ভাবতে আমি ৮টা সম্ভাব্য স্ট্যাটাস ও সম্ভাব্য শিরোনাম ভেবে ফেলেছি। খেয়াল করুন, শিরোনামগুলোকে কোনোভাবে যথাযথ বলা যায় কিনা!
হলেও হতে পারতো স্ট্যাটাস ১
বারান্দায় এলাম, বৃষ্টির ছাট জামায় লাগছে। কখনও কখনও খুব সামান্য ঘটনায়ও খুশিতে মরে যেতে ইচ্ছে হয়, তেমন অদ্ভূত খুশি লাগছে।
প্রথম আলোর সম্ভাব্য শিরোনাম: জামায় বৃষ্টির ছাট লাগায় মরে যেতে চাইলেন শবনম ফারিয়া
হলেও হতে পারতো স্ট্যাটাস ২
আজ পত্রিকা পড়ে সকালেই মন খারাপ হয়ে গেলো। এত দুঃসংবাদ আর নিতে পারি না। এজন্যই সকালে পত্রিকা পড়ি না, দিনটাই খারাপভাবে শুরু হয়।
প্রথম আলোর সম্ভাব্য শিরোনাম: 'পত্রিকা পড়লেই দিন খারাপ যায়'- শবনম ফারিয়া
হলেও হতে পারতো স্ট্যাটাস ৩
আজ অনেক দুপুর করে উঠলাম। কিছু কিছু দিন অন্যদিনের মতো সকাল সকাল উঠতেই ইচ্ছা হয় না।
প্রথম আলোর সম্ভাব্য শিরোনাম: সকাল সকাল উঠতেই ইচ্ছা হয় না- শবনম ফারিয়া
হলেও হতে পারতো স্ট্যাটাস ৪
এতগুলো দিন বাসায়, কতদিন বন্ধুদের দেখি না। আর কিছুদিন না দেখলে চেহারাই ভুলে যাবো।
প্রথম আলোর সম্ভাব্য শিরোনাম: স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন ফারিয়া
হলেও হতে পারতো স্ট্যাটাস ৫
বাসায় বসে দিনগুলো খারাপ কাটছে না। মুভি দেখছি, গান শুনছি, বই পড়ছি, ভিডিও কলে কথা বলছি, এভাবেই দিনরাত কেটে যাচ্ছে।
প্রথম আলোর সম্ভাব্য শিরোনাম: দিনরাত ভিডিও কলে কথা বলে কাটান ফারিয়া
হলেও হতে পারতো স্ট্যাটাস ৬
টানা অনেকগুলো কাজ করেছি। এখনকার এই অবসর ভালো লাগছে, সব কিছু ঠিক হওয়ার আগে এমন অবসরের আরও কিছু সময় চাই!
প্রথম আলোর সম্ভাব্য শিরোনাম: অবসর নিতে চান শবনম ফারিয়া
হলেও হতে পারতো স্ট্যাটাস ৭
ফ্রেন্ডরা সবাই মিলে ডার্ক দেখছি। শেষ না করে উঠবই না।
প্রথম আলোর সম্ভাব্য শিরোনাম: চোখে অন্ধকার দেখছেন ফারিয়া
হলেও হতে পারতো স্ট্যাটাস ৮
কিছুদিনের জন্য ফেসবুক থেকে চলে যাচ্ছি, আপাতত বিদায়।
প্রথম আলোর সম্ভাব্য শিরোনাম: চলে গেলেন শবনম ফারিয়া
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন