কসাইদের কসাই না বলে Kissy বলতে চান GenZ সমাজ 

২২৮ পঠিত ... ১৮:১৫, জুন ১৩, ২০২৪

4

আসছে ইদকে সামনে রেখে কসাইদের নতুন নামকরণ করেছে GenZ সমাজ। কসাইদের কসাই না বলে Kissy নামে ডাকতে চান তারা!

এ বিষয়ে Aaraayaan Saamiaan নামে এক GenZ-কে জিজ্ঞেস করতেই তিনি বলেন, কসাই শুনলেই মনে হয় এখনই চাপাতি আর ছুরি দিয়ে কাটতে আসছে কেউ। আমরা ভায়োলেন্স প্রিচের একেবারে বিপক্ষে tbh। এসবের সাথে our vibes don't match. তাই কসাইয়ের বদলে Kissy'র মতো কিউট শব্দ বের করেছি আমরা।

কিন্তু কসাই মানেই যে ছুরি-চাপাতি দিয়ে মাংস কাটার পেশা তা মনে করিয়ে দিতেই eআরকি প্রতিবেদকদের সামনে দুই হাত নাড়িয়ে তুড়ি বাজিয়ে আরেক GenZ বলেন, এসব reality check আমাদের দিতে আসবেন না। Delulu is the solulu. কসাইয়ের কাজ যতই কষ্টের হোক, Kissy নামে তাদের ডাকলেই it will all be cool, no cap

২২৮ পঠিত ... ১৮:১৫, জুন ১৩, ২০২৪

Top