চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর! রোহিত শেঠি পরিচালিত গোলমাল সিরিজের পঞ্চম কিস্তি ২০২৫ সালে রিলিজের জন্য প্রস্তুত। তবে, এরই মধ্যে এক বড় চমক! রোহিত শেঠি ঘোষণা দিয়েছেন, সিরিজের পঞ্চম মুভি থেকে বাদ পড়ছেন তুষার কাপুর। তার জায়গায় এই মুভিতে অভিষেক করানো হচ্ছে বাংলাদেশের প্রাক্তন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে।
দীর্ঘ ক্যারিয়ারে গান গাওয়া, নাচ করা, মিথ্যা কথা বলা, রাজনীতি করা—এ সবই করেছেন জুনায়েদ আহমেদ পলক। এখন, তিনি একজন বোবা মানুষ! নিজেই স্বীকার করেছেন, তিনি বোবা হয়ে গেছেন। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলেছে। এমনকি ভারতীয় পরিচালক রোহিত শেঠির নিউজ ফিডে ঘুরতে থাকে সেই ক্লিপ।
রোহিত শেঠি এক ছোট ভিডিও বার্তায় জানিয়েছেন, তুষার কাপুরের সময় ফুরিয়ে গেছে, তাকে দিয়ে আর গোলমাল হচ্ছে না। অনেকদিন ধরে ভাবছিলাম, লাকির চরিত্রে একজন জাত অভিনেতা প্রয়োজন। যখন সঠিক অভিনেতা পাচ্ছিলাম না, তখন সিনেমা এগোচ্ছিল না। তবে, গতকাল পলকের ভিডিও দেখার পর, আমি সিদ্ধান্ত নিয়েছি—লাকির চরিত্রে পলক যদি না করেন, তাহলে গোলমাল সিরিজের আর মুভিই বানাবো না।
রোহিতের সুখবর শোনার পর, খবর এসেছে, জেলখানায় জুনায়েদ আহমেদ পলক খুশিতে রাতে ঘুমাতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে যে ভুল করেছেন, তা নিয়ে আক্ষেপ করছিলেন। একজন শিল্পী হয়ে রাজনীতি করা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তবে, এখন বোবা চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়ে তিনি খুশিতে বোবা হয়ে গেছেন।
পলক লাকি চরিত্রে অভিনয় করার মাধ্যমে, প্যান ইন্ডিয়ান মুভির তালিকায় হিন্দি ভাষার সিনেমাও বাংলাদেশে রিলিজ পাবে—এটা দেখে দেশের সিনেমা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি খুশি। সিনেমা হলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু জুনায়েদ আহমেদের মাধ্যমে গোলমাল দেশে আসলে হয়তো অনেক বছর পর আবারও লাভের মুখ দেখবে তারা।
জুনায়েদ আহমেদ পলক সিনেমা করার ব্যাপারে দেশবাসীও বেশ পজিটিভ। কেউ কেউ বলছেন, তিনি এমন একজন বড় মাপের অভিনেতা, যেটি আমরা জুলাই আন্দোলনের সময়ই বুঝতে পেরেছিলাম। তিনি সিনেমা করছেন, এটা দেখে একটুও অবাক হইনি। শুধু তাকেই না, রোহিত শেট্টি যদি আওয়ামী লীগের আরো কিছু নেতাকে নিয়ে আরও কিছু সিনেমা বানানোর কথা ভাবেন, তা হলে বেশ হবে। তাদের সবার রক্তে অভিনয় ছাড়া আর কিছুই নাই।