ফিরে আসছে ঔপনিবেশিক ধারা, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে নীলকুঠি

১৩২ পঠিত ... ১৪:০৩, এপ্রিল ৩০, ২০২৪

32

ছাত্রলীগের হাত থেকে আবাসিক হলগুলোর নিয়ন্ত্রণ নিতে না পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রায় সব পদ নিজেদের কবজায় রেখেছেন নীল দলের শিক্ষকেরা। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক শিক্ষকদের প্ল্যাটফর্ম হলো এই নীল দল। উপাচার্য থেকে শুরু করে হলের আবাসিক শিক্ষক পদ—সব জায়গায় নীল দলের একচ্ছত্র আধিপত্য। (তথ্যসূত্র:প্রথম আলো)

নীলদলের এমন সাফল্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীলকুঠি স্থাপন করা হবে বলে একটি অবিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। বিশ্ববিদ্যালয়টির নানা স্থানে নীল চাষ শুরু করার আশ্বাসও দিয়েছেন নীল দলের শিক্ষকেরা।

নীলকুঠি স্থাপনের পাশাপাশি সাদা দলের শিক্ষকদের জন্য নীলকর বাধ্যতামূলক করা হবে বলেও খবর পাওয়া গেছে। অনাদায়ে নীলকুঠিতে এনে আদর যত্ন করার আশ্বাসও দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেক্ষাপটে দ্বীনবন্ধু মিত্রের নীলদর্পন নতুন করে লেখা হবে বলেও জানা গেছে। লিখবেন, নীল দলেরই এক শিক্ষক। যদিও কে লিখবেন তা নিয়ে ৫ জন শিক্ষকের মধ্যে হাতাহাতি হয়, হাতাহাতি শেষে তারা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করবেন বলে জানান।

এদিকে কোনো পদে না থাকায় সাদা দলের এক শিক্ষকের সাথে ব্রেকাপ করে ফেলেছেন নীলা নামের তার গার্লফ্রেন্ড। নীলার উদ্দেশ্যে এই শিক্ষক কান্নাজড়িত গলায় গেয়ে ওঠেন, ‘আমি এক গরিব প্রেমিক নীলা, আমার আর কিচ্ছু করার নেই। আমার আর একটা পদও নেই।‘

ঢাবিতে সাফল্য পাওয়ার পর সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন নীলকুঠি স্থাপন করার পরিকল্পনা আছে বলেও জানা গেছে।

 

১৩২ পঠিত ... ১৪:০৩, এপ্রিল ৩০, ২০২৪

Top