বাংলাদেশে ইদের আমেজ শুরু হয়ে গিয়েছে, রমজান শেষ হলেই প্রবেশ করবে ইদ। ইদের সময় সবার স্বপ্ন বাড়ি যায়। আকাশে দেখা যায় চাঁদও। এবার ইদের আগে আগে নিজের স্বপ্নে বাড়ি যাওয়ানোর জন্য বাংলাদেশে ছুটে এসেছে সূর্য। ইতিমধ্যে অনেকখানি রাস্তা চলেও এসেছে। আর দুই একদিন গেলে পুরোপুরি চলে আসতে পারবে।
সূর্যের ইদ করতে বাংলাদেশে আসা সম্বন্ধে জানতে চাইলে সে জানালো, ‘আমার বাংলাদেশ অনেক পছন্দ। একমাত্র বাংলাদেশেই আমি সামার লাভার পেয়েছি। বাংলাদেশের মানুষ আমি আসলেই আমার সাথে ছবি তোলে এবং নানানরকম ক্যাপশন দিয়ে স্ট্যাটাস আপলোড করে। এছাড়াও, যেহেতু সামনে ইদ, আমি তাদের ভালোর কথা চিন্তা করেই এসেছি। চাঁদরাতের বারবিকিউ পার্টিতে তেল আর কয়লার খরচ আমিই বাঁচাব। ঘেমে ঘেমে শরীরে যা তেল হবে তা ব্যবহার করে আমার তাপে খুব সহজেই বারবিকিউ পার্টি করে ফেলা যাবে।’
সূর্যের এমন চলে আসায় একদমই খুশি নন উইন্টার লাভাররা। নিজেদের রাগ সূর্যের ওপর না ঝেড়ে ঝাড়ছেন সামার লাভারদের ওপর। জানা যায়, সূর্য পুরোপুরি চলে আসলে সামার এবং উইন্টার লাভারদের মাঝখানে একটা মারামারি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।