গুনাহ থেকে বাঁচতে মোবাইলে টাইপ করে ঘুষ চাচ্ছেন সরকারি কর্মকর্তারা

২৪৭ পঠিত ... ১৬:২৫, মার্চ ১৯, ২০২৪

24 (1)

রোজার মাসে গুনাহ থেকে বাঁচতে এবার টেকনোলজির সাহায্য নিচ্ছেন সরকারি কর্মকর্তারা। জানা গেছে, মুখে ঘুষের টাকার সংখ্যা বললে রোজায় সমস্যা হতে পারে দেখে, মোবাইলে, ক্যালকুলেটরে টাইপ করে ঘুষের টাকা চাচ্ছেন তারা।

কম টাকার ঘুষ খাওয়া কর্মকর্তারা অবশ্য ডিজিটালি কাজটা করতে না পারলেও কাগজে লিখে কোনোভাবে এই পাপাচার থেকে নিজেদেরকে রক্ষা করছেন। অন্যদিকে একটু বড় মানের অফিসার—যাদের এক ফাইলেই বিল্ডিং হয়ে যায় তারা অবশ্য অফিসে ডিজিটাল বড় পর্দা বসিয়েছেন। এমনই একজন বলেন, ‘আমার অনেক কাস্টমার আছে চোখে একটু কম দেখে। ভাবলাম, রোজার মাসে তাদের জন্য কিছু একটা করি। সেজন্য এই আয়োজন। ডিজিটাল পর্দা, ৫২ ইঞ্চি এলইডি ডিসপ্লে। চোখে যত সমস্যাই থাকুক, দেখা যাবে সবকিছু।’

জানা গেছে, রোজা উপলক্ষে আরেক কাস্টমারের কাছ থেকে ঘুষ নিয়েছেন এই টিভি। তবে বুদ্ধি করে রোজা আসার আগে আগে নিয়ে নেয়ার কারণে গুনাহ নিয়ে তেমন কোন ঝুঁকি নেই বলেও জানান এই কর্মকর্তা।

রোজা উপলক্ষে ক্যাশ টাকা নেয়াও বন্ধ করছেন অনেক সরকারি কর্মকর্তা। নগদ টাকার পরিবর্তে ডিজিটাল মানির উপর জোর দিচ্ছেন তারা। এমনই এক সরকারি কর্মকর্তা বলেন, ‘ঘুষের টাকা ঘরে নেই না ভাই। তাইলে ঘরে রহমত থাকে না। সরাসরি ব্যাংকে নেই। ব্যাংক থেকে নিয়ে কেনাকাটা করি। আমি ঘুষ খাই ৩০ বছর কিন্তু কেউ বলতে পারবে না কোনো রোজার মাসে ঘুষের এই হারাম টাকা আমি ঘরে নিয়েছি। ঘুষ খাই ঠিক আছে। কিন্তু ধর্মকর্মের সাথে নো কম্প্রোমাইজ ভাই।’

২৪৭ পঠিত ... ১৬:২৫, মার্চ ১৯, ২০২৪

Top