গত ৮ নভেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এক সংবাদ সম্মেলনে জানান রংপুরের মানুষ সুখে আছে। তাদের কোনো কষ্ট নেই। এ সংবাদ সম্মেলনে এক নতুন অর্থনৈতিক সূচকের উদ্ভাবন করেন তিনি। নারীদের সুখ মাপার সূচক উদ্ভাবনের পাশাপাশি আরেকটি নতুন তথ্যও প্রকাশ করেন মন্ত্রী। দ্রব্যমূল্যের দাম বাড়লেও রংপুরের মানুষ ভালো আছেন এমনটা দাবি করে তিনি জানান, নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছেন, চারবার স্যান্ডেল বদলাচ্ছেন।
এই বক্তব্যেই ক্ষুদ্ধ হয়ে পড়েন রংপুরের পুরুষ সমাজ। তারা জানান শুধু নারীরাই কেন সুখে থাকবে। লিপস্টিক লাগালেই যদি সুখে থাকা যায় তবে পুরুষরাই বা কেন পিছিয়ে থাকবে। এ ব্যাপারে রংপুরের স্থানীয় পুরুষদের বিভিন্ন সংগঠন যৌথ বিবৃতি দেন। তারা জানান, 'আমরাও ভালো থাকতে চাই। আমরাও লিপস্টিক লাগাতে চাই।'
আরো বলেন, শুধু আলুর দাম পেলেই তো মানুষ সুখে থাকে না। আমরা মন্ত্রীর কথার সাথে সহমত। তিনবেলা লিপস্টিক লাগানোরও প্রয়োজন রয়েছে। এজন্য পুরুষ সমাজ সিদ্ধান্ত নিয়েছে তারা অবিলম্বে দলবদ্ধ লিপস্টিক লাগানো শুরু করবে।
জানা গেছে, আগামীকাল প্রথম প্রহর থেকেই লিপস্টিক লাগানো শুরু করবে পুরুষেরা। তবে তাদের নিজের মধ্যেও দেখা দিয়েছে দ্বিধা। যদি তিনবেলা লিপস্টিক লাগিয়ে সুখে থাকা যায়। তবে চার বেলা লিপস্টিক লাগালে নিশ্চয়ই আরও বেশী সুখে থাকা যাবে। এক্ষেত্রে দিনে প্রতি দুই প্রহর একবার লিপস্টিক লাগাতে পারবে তারা।