ধেয়ে আসছে শীতকাল, ছোটো হয়ে যাচ্ছে দৈর্ঘ্য

২৩০ পঠিত ... ১৭:১৩, নভেম্বর ০৬, ২০২৩

ধেয়ে-আসছে-শীতকাল,-ছোটো-হয়ে-যাচ্ছে-দৈর্ঘ্য

চলে এসেছে কাঙ্ক্ষিত শীতকাল। উইন্টার লাভারদের মধ্যে দেখা যাচ্ছে উত্তেজনা। নগরীর বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে আনন্দ মিছিল। তবে এত উত্তেজনার পাশাপাশি আছে বেদনাও। মানুষের আক্ষেপ শীতকাল আসার সাথে সাথে অনেক কিছুরই দৈর্ঘ্য কমে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা, উইন্টার লাভারদের মিছিলে সবাই বেশ হাসিখুশি। তবে কিছু প্রাপ্তবয়স্ক, বিচক্ষণ পুরুষের মুখে ফুটে উঠছে শোকের ছায়া। তাদের দাবী শীতকালের আবির্ভাবের সাথে সাথেই নানান প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসের দৈর্ঘ্য কমে যাচ্ছে।  

এ ব্যাপারে আনন্দ মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন, শীতকাল এলেই জামাকাপড়, গায়ের চামড়াসহ নানা প্রয়োজনীয় জিনিস কুঁচকে যাচ্ছে অর্থাৎ ছোটো হয়ে যাচ্ছে। এতে করে আমাদের দৈনন্দিন কাজকর্ম বাঁধাগ্রস্ত হচ্ছে। গরমের দিনে একটা জামা কিনেছিলাম এখন সেটা প্যান্টের ওপর উঠে যাচ্ছে। কিছু কিছু জিনিস দৈর্ঘ্য কমতে কমতে আবার ভেতরে ঢুকে যাচ্ছে। দুদিন থেকেই আছি ভাই বিপদে।'    

এ ব্যাপারে সদ্য পাশ করা এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলেন, ‘শীতের দিনে অনেক কিছু কুঁচকে যায়। ফলে দেখতে ছোট মনে হয় বা ব্যাবহার করতে অসুবিধা হয়। এটা প্রকৃতির নিয়ম। সহানুভূতি ছাড়া এখানে আমাদের কিছু করার নেই। একমাত্র সহানুভূতিই পারে আপামর পুরুষ সমাজকে এই সমস্যা থেকে রক্ষা করতে।'

২৩০ পঠিত ... ১৭:১৩, নভেম্বর ০৬, ২০২৩

Top