মূর্তির উচ্চতা কম হওয়ায় ক্ষুদ্ধ স্টিভ স্মিথ

১৯৮ পঠিত ... ১৭:৫০, নভেম্বর ০৪, ২০২৩

18

ভারতের ওয়াংখের স্টেডিয়ামে নির্মিত হয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের মূর্তি। ক্রিকেট খেলায় স্মিথের অনবদ্য অবদানকে স্মরণ করে রাখার জন্য বোম্বে ক্রিকেট এসোসিয়েশন এই মূর্তি তৈরী করেন। ভারতের পক্ষ থেকে স্মিথের প্রতি এই উৎসর্গ মনে ধরলেও একটি বিষয়ে ক্ষুদ্ধ কিংবদন্তি এই খেলোয়ার। যদিও অনেকে স্টিভেন স্মিথের এই মূর্তিকে শচিন টেন্ডুলকারের মূর্তি বলে অপপ্রচার চালাচ্ছেন।

নিজের ফেক লিংকডইন প্রোফাইলে ঘটনাটির সংবাদ শেয়ার করে বোম্বে ক্রিকেট এসোসিয়েশনকে শুভেচ্ছা জানান স্টিভেন স্মিথ। তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে এটি খুবই ভালোবাসাপূর্ণ এবং বিনয়ী সংকেত। আমার কাছে তাদের এই ভালোবাসা সন্তোষজনক লেগেছে। তবে আমার মূর্তির উচ্চতা কমিয়ে দেয়ার ব্যাপারটি ভালো লাগেনি। উচ্চতা কমিয়ে দেয়ার কারণে অনেকে মূর্তিটিকে লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের সাথে তুলনা করতে পারেন। আমি তো আর শচিন না, এই বিষয়গুলো ওনাদের মাথায় রাখা উচিৎ।‘

মূর্তিটির ভাস্কর সংবাদ সম্মেলনে জানান, বোম্বে ক্রিকেট এসোসিয়েশন আমার সাথে প্রথম যোগাযোগ করেন। তারা আমাকে স্পষ্ট করে কিছু না বললেও একটি মূর্তি তৈরী করতে বলেন। ডন ব্র্যাডম্যানের পর ক্রিকেটে শ্রেষ্ঠ খেলোয়ারের মূর্তি তৈরী করাতে চায় তারা। ফলে আমি স্টিভ স্মিথের মূর্তি তৈরী করা শুরু করি।

এদিকে ভারতীয়দের ক্রিকেট ভক্তি এবং বিনয় দেখে অস্ট্রেলীয় দর্শকরা দাবী তুলেছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শচীন টেন্ডুলকারের মূর্তি তৈরী করার।

মূর্তিটি উন্মোচন করেন আন্তর্জাতিক ক্রিকেটের আরেক কিংবদন্তী শচীন টেন্ডুলকার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্মিথ ভাই আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলে যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। এই মূর্তি তৈরীর মধ্যে আমরা কিছু ঋণ পরিশোধ করলাম। সম্পূর্ন ঋণ পরিশোধ সম্ভব নয়। পাশাপাশি মূর্তিটি তৈরীর জন্য তিনি বোম্বে ক্রিকেট এসোসিয়েশন এবং মূর্তির ভাস্করকেও ধন্যবাদ জানান।‘

১৯৮ পঠিত ... ১৭:৫০, নভেম্বর ০৪, ২০২৩

Top