২৮ তারিখ পাওনাদারকে ঢাকায় এসে টাকা নিতে বললেন মিরপুরের মিন্টু

১৬৬ পঠিত ... ১৮:২২, অক্টোবর ২৫, ২০২৩

২৮-অক্টোবর

টানা ১৫ মাস পাওনাদারকে ঘুরিয়ে আবারো তারিখ জানালো রাজধানীর মিরপুরনিবাসী মিন্টু। আগামী ২৮ অক্টোবর পাওনাদারকে ঢাকায় এসে তার টাকা নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মিন্টু। মিন্টুর পাওনাদার মানিকগঞ্জের হীরা গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় ব্যাপারটি নিশ্চিত করেন।

পাওনাদার হীরার কাছে পরবর্তীতে আরো বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি জানান, এ পর্যন্ত ৪ বার আমাকে সময় দিয়েছে মিন্টু। প্রথম তাকে যখন  ধার দিলাম; তখন বিশ্বাস করেই দিয়েছিলাম। কিন্তু প্রথমবার যখন কথা দিয়ে কথা রাখলো না, তখনও বুঝতে পারি নি এটিই তার স্বভাব। পরেরবারও সে একই কাজ করলো। গতবারও সে আমাকে ডেকে আগের রাতে বাসা থেকে পালিয়ে যায়।

এবার টাকা ফেরত পাবার ব্যাপারে পাওনাদার হীরা কতটুকু আশাবাদী তিনি বলেন, ‘মিন্টুকে চিনতে আমার আর বাকী নাই। আমি নিশ্চিত সে এবারো যেভাবেই হোক আমাকে ফাঁকি দেবে। আমার আশংকা এবার আমি ঢাকা ঢোকার আগেই পাঁয়তারা করবে। তবে কী করবে বোঝা যাচ্ছে না। কিন্তু আমিও আশাবাদী। যেভাবেই হোক ঢাকা আমি যাবোই। এবং টাকাও আদায় করে ছাড়বো। এই টাকায় আমার অধিকার রয়েছে। প্রয়োজনে সারাদেশ থেকে ভাই-ব্রাদার নিয়ে যাব।‘

মিরপুরের মিন্টু বলেন, ‘ভাই, ২৮ তারিখ হীরা তো হীরা, একটা কুত্তাও ঢুকতে পারবে না!’

কারণ কী জিজ্ঞেস করলে মিন্টু মুচকি হেসে বলেন, ‘বুঝেনই তো…’

১৬৬ পঠিত ... ১৮:২২, অক্টোবর ২৫, ২০২৩

Top