নিজের আইফোনের জন্য চিফ হিট অফিসার নিয়োগ দিতে চান মোহাম্মদপুরের রিয়াদ

১৬১ পঠিত ... ১৭:১৯, মে ২১, ২০২৩

chief-heat-officer

ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ দেয়া হয়েছে চিফ হিট অফিসার। কিন্তু এই নিয়োগকারীরা দুর্ভাগ্যবশত আইফোন ইউজারদের কথা ভুলে গিয়েছিলেন। তাই দুনিয়ার সব আইফোন ইউজারদের পক্ষ থেকে চিফ হিট আইফোন অফিসার নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছেন মোহাম্মদপুরের রিয়াদ।

 

এ ব্যাপারে রিয়াদ আমাদের জানান, ‘ঢাকার গরম আর এমন কী! আমার আইফোন যে পরিমাণ গরম হয় এই পরিমাণ গরম হইতে গেলে ঢাকাকে আরও দুইবার জন্ম নিতে হবে। আমি সব জায়গায় এই নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে রেখেছি। আজকে থেকে সিভি চেক করা শুরু করব, হোপফুলি কাল সকাল থেকে আমার অফিসার কাজে নামবে।‘

এদিকে এক গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে, আশেপাশের সব হট তরুণ তরুণীরাই রিয়াদের কাছে নিজেদের সিভি জমা দিয়েছেন। তাদের দাবি, ‘আমাদের মতো হট মানুষ থাকতে চিফ হিট অফিসার অন্য কেউ কেন হবে? এতে তো হট পিপলদের অসম্মান করা হবে! তাই আমরা কোন কুল পিপলকে সিভি দিতে দিব না।‘

অন্যদিকে অ্যান্ড্রয়েড ইউজাররা শুধুমাত্র চিফ হিট অফিসার নিয়োগের আশায় ফোন বদলানোর দিকে এগিয়ে যাচ্ছেন। নিজেদের কিডনি বিক্রি করাই এবার তাদের শেষ ভরসা।

১৬১ পঠিত ... ১৭:১৯, মে ২১, ২০২৩

Top