হুট করে দেশে বেড়ে গেছে পানি খাবার হার। আইফোন ১৫ বাজারে আসার পর তুঙ্গে কিডনি-শিল্প

১৬২ পঠিত ... ১৮:৪২, সেপ্টেম্বর ১৮, ২০২৩

Kidney-shilpo

প্রতি বছর আইফোনের বাজারে নতুন ভার্সন লঞ্চের অপেক্ষায় থাকে লাখ লাখ আইফোন প্রেমীরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ইতোমধ্যে দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই হিমশিম খেতে হচ্ছে, সেখানে নতুন আইফোন কেনাটা অনেকের কাছেই স্বপ্নের মত। কিন্তু স্বপ্ন যেহেতু দেখেছে, তা বাস্তবায়ন তো করতেই হয়। আর তাই বিকল্প পথ বেছে নিয়েছে তারা। ঠিক করেছে কিডনি বিক্রি করে কিনবে আইফোন ১৫।

আইফোন ১৫ তো আর অল্প টাকার ব্যপার না! তাই কিডনিটা যাতে চওড়া দামে বিক্রি করতে পারে সেজন্য ভালভাবে নিজের কিডনির যত্ন নিচ্ছে তারা। এ ব্যপারে একজন সম্ভাব্য আইফোন ১৫ ক্রেতাকে প্রশ্ন করলে তিনি জানান, ‘আমি এখন প্রতিদিন ৩-৪ লিটার পানি খাচ্ছি। শুনেছি বেশি বেশি পানি খেলে কিডনি ভাল থাকে। আমার মতো অন্যরাও এখন বেশি করে পানি খাচ্ছে। জানেন না? আমরাই তো দেশে পানি খাবার হার বৃদ্ধি করেছি।‘ এতটুকু বলেই তিনি বাথরুমের দিকে ছুটে যাওয়ায় তার সাথে আর কথা আগানো যায়নি।

এদিকে রাজধানীসহ দেশের নানা হাসপাতালের সামনে ঠেলাগাড়ি, ভ্যান, এমনকি টুকরিতে করে বিক্রি হচ্ছে কিডনি। এমনই অবাক করা চিত্র স্বচক্ষে দেখার জন্য eআরকির সাংবাদিক চলে যান ঢাকার ইউনাইটেড হাসপাতালের সামনে। কিন্তু সেখানে গিয়ে দেখেন আরেক এলাহি কাণ্ড। কিডনি সামনে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন বিক্রেতারা। অনেক কষ্টে রুবেল নামক এক যুবকের সাথে কথা বলে জানা যায়, মূল ঘটনা। তিনি জানান, ‘ভাই, গত কয়েক মাস যাবৎ দিন রাত পানি খাইছি, রুটিন করে বাথরুমে গেছি, শাক-সবজি খাইছি শুধু কিডনিটারে ভালো রাখার জন্যে। যাতে ভালো দামে বেচতে পারি। এখন দেখি কাস্টমার পাই না। যারা আসে তারাও কঠিন দরদাম করতে থাকে। অর্ধেক দামে কিনতে চায়। আপনিই বলেন ভাই, এখন আমি কী করব?’

হঠাৎ দাম কমে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘একটু আপনার ডানে-বামে তাকায়ে দেখেন ভাই। কম করে ২০ জন কিডনি নিয়ে বসে আছে এখানে। কাস্টমারদের এখন আর কিডনির অভাব নাই। কেউ কেউ তো বলে, “আপনি না দিলে না দেন, ল্যাব এইডের সামনে আরও অনেক কমে পাওয়া যায়।“ এজন্য কিডনির দাম উঠতেছে না ভাই।’

এমন পরিস্থিতির মধ্যেও হার মানেননি অনেকেই। কিডনির যত্নে এখনও তারা তৎপর। এখনও হাসপাতালগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় বিক্রেতাদের কণ্ঠে শোনা যায়, ‘কিডনি নেবেন, কিডনি। সুস্থ, সুন্দর কিডনি…

১৬২ পঠিত ... ১৮:৪২, সেপ্টেম্বর ১৮, ২০২৩

Top