এতদিন আইফোন কেনাই ছিল ট্রেন্ড। টাকা জমানো, চুরি করা, কিডনি বেচা কোনোকিছু বাদ রাখিনি আমরা। কিন্তু এবার সবার থেকে ভিন্নরকম কারণে আইফোন কিনতে চাচ্ছেন পিরোজপুরের পারু। সবার দেখাদেখি তিনিও আইফোন বরফ দিয়ে ঠান্ডা করতে চান। আর এই চাওয়া থেকেই টাকা জমাচ্ছেন আইফোন কিনার।
এ বিষয়ে পারুর সাথে কথা বললে পারু আমাদের জানালেন, ‘আমি তো অ্যানড্রয়েড ফোন চালাই। বরফ কি, এক ফোঁটা পানিও ফালাইতে পারি না ভয়ে। যদি মোবাইল নষ্ট হয়ে যায়! এদিকে আমার ফ্রেন্ডলিস্টের সব আইফোন ইউজাররা দেখছি মোবাইলের উপর বরফ দিয়ে মোবাইল চার্জ করছে আবার ছবিও দিচ্ছে ফেসবুকে। তাই আমারও শখ জাগছে। যেভাবেই হোক এবার আইফোন কিনে এই ট্রেন্ড ফলো করেই ছাড়ব!’
পারুর এমন উদ্ভট ইচ্ছায় দেশ-বিদেশের সব আইফোন ইউজাররা তাকে নিরুৎসাহিত করলেন। তারা বললেন, ‘আমরা যারা আইফোন চালাই তারাই জানি আইফোন চালানোর কত জ্বালা। এই বরফ দেয়া কোনো মজা না। এটা আমরা আইফোন ইউজারদের চোখের পানি। সময় থাকতে নিজেকে বুঝাও পারু।‘
এদিকে পারুর এমন উদ্ভট শখে চিন্তায় পড়েছেন অ্যানড্রয়েড ফোন কোম্পানি। তারাও ভাবছেন আইফোনের মতো মোবাইলে গরম হওয়া কোনো ফাংশন ঢুকানো যায় কিনা। নাহলে পারুর মতোই সব অ্যানড্রয়েড ইউজার পরিণত হবে আইফোন ইউজারে!