সতীর্থদের সোনার আইফোন কিনে দেয়ার জন্য টাকা জমাচ্ছেন নেইমার

২৭২ পঠিত ... ১৬:১৪, মার্চ ০২, ২০২৩

 

 

সতীর্থদের-সোনার-আইফোন-কিনে-দেয়ার-জন্য-টাকা-জমাচ্ছেন-নেইমার২০২২ সালের ফিফা বিশ্বকাপ জিতে মেসি এবার আর্জেন্টিনার সতীর্থদের কিনে দিচ্ছেন সোনার প্রলেপ দেয়া আইফোন। আইফোন আবার সোনার প্রলেপ দেয়া ভাবলেই কেমন শিহরিত হয়ে উঠতে হচ্ছে। তবে মেসিকে টেক্কা দিতে নেইমারও একই প্রতিযোগিতায় নেমেছেন। ব্রাজিলের সতীর্থদের সোনার আইফোন গিফট দেয়ার জন্য টাকা জমাচ্ছেন তিনি।

 

আমাদের সাংবাদিককে নেইমার নিজের ফেইক আইডি থেকে ভিডিও কল করে জানালেন, ‘আমি ১০০% শিওর ২০২৬ এর বিশ্বকাপ আমরাই নেব। কাপ আগে থেকেই ঘরে এনে রাখার ব্যবস্থাও চলছে। এমন শিওর একটা বিষয় জেনেও যদি কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে রাখি তাইলে কীভাবে হবে? তাছাড়া আগে থেকেই যদি এমন একটা উপহারের কথা জানিয়ে রাখি তাইলে সবাই অন্তত উপহারের জন্য হলেও ভালো করে খেলবে। কোনোপ্রকার পেনাল্টি মিস যাবে না!’

 

নেইমারের টাকা কোথা থেকে আসছে জানতে চাইলে তার গার্লফ্রেন্ড জানালেন, ‘নেইমি একটু একটু করে নিজের পকেট মানি থেকে তার সতীর্থদের উপহারের টাকা জমাচ্ছে। আমি তাকে বলেছি, কোনোপ্রকার চিন্তা না করতে। টাকার ব্যবস্থা না হলে আমার ডায়মন্ডের গয়নাগুলো বেচে দেব আমি। কত ডায়মন্ড কেনা যাবে!’

 

এমন সময় এক গোপন লিংকের মাধ্যমে ভিনিসিয়াস জুনিয়র উক্ত ভিডিও কলে উপস্থিত হলেন। নেইমারকে দেখেই বলে উঠলেন, ‘আমার ভাই তোমার ভাই, নেইমার ভাই নেইমার ভাই।‘ তিনি আমাদের আরও জানালেন, ‘নেইমার ভাইয়ের এমন উদ্যোগে আমরা টিমের সবাই অনেক খুশি। আমরা আগে থেকেই আমাদের মোবাইলের কাস্টমাইজড কাভারও বানিয়ে রাখছি।‘

২৭২ পঠিত ... ১৬:১৪, মার্চ ০২, ২০২৩

Top