২০১৯-২০ সিজনের বহুল প্রতিক্ষিত চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আজ। ফাইনাল খেলবে নেইমারের পিএসজি এবং বার্সাকে ৮টা দেয়া বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদসহ অন্যান্য বড় বড় ইউরোপিয়ান ক্লাবগুলো ফাইনালে যেতে না পারায় তাদের সমর্থকেরা আজ ভাগ হয়ে কেউ পিএসজিকে, আবার কেউ বায়ার্ন মিউনিখকে সমর্থন দিচ্ছে। কিন্তু বুঝতেই পারছেন, বার্সেলোনা সমর্থকেরা কাউকেই সমর্থন দিতে পারছে না! সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো তারা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অদ্ভুত 'কাকে সমর্থন করবো'হীনতায় ভুগছে এই দলটির সমর্থকগোষ্ঠী।
ফাইনাল কোন দল সমর্থন করবে, এই ব্যাপারে জানতে চাইলে এক বার্সেলোনা সমর্থক জানান, 'না পারি পিএসজিকে সমর্থন করতে, না পারি বায়ার্নকে সমর্থন করতে! এরকম দোটানায় জন্মের পর এই প্রথম পড়েছি। এই প্রথম নিজেকে রেফারি-রেফারি মনে হচ্ছে। কেউ গোল দিলেও খুশি হতে পারব না, আবার কেউ গোল খেলেও কষ্ট পাব না। অদ্ভুত এক 'কোন দল সমর্থন করবো'হীনতায় ভুগছি!'
বার্সেলোনার আরেকজন সমর্থক এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেন 'আজ রাতে কোনো রূপকথা নেই। তাই বসে বসে বিটিভি দেখব। অনেকদিন বিটিভি দেখা হয় না। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের বাতাবি লেবুর ফলন সম্পর্কে খোঁজখবর রাখা আমার দায়িত্বের মধ্যেই পড়ে।'
আরেক সমর্থককে আজকের ম্যাচ নিয়ে কোনো উত্তেজনা আছে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, 'কী দরকার ভাই এত উত্তেজনার? খেলা হয় কোথায় ইউরোপে, আর আমরা বাঙালিরা আছি উত্তেজনা নিয়ে। এসব ফুটবলের খবর রাখি না আমি। আর আমি কখনো বার্সেলোনা নামক দলটার নাম এই প্রথম শুনলাম।'
উল্লেখ্য, তিনি বায়ার্ন-বার্সা ম্যাচের দিন বার্সেলোনার জার্সি পরা প্রোফাইল পিকচারও দিয়েছিলেন।
eআরকির এক লেখক এক বার্সেলোনা সমর্থককে ফেসবুকে মেসেজ দিয়ে আজকের ম্যাচে কোন দল সমর্থন করে জানতে চাইলে লোকটি মেসেজটি আনসিন করে রেখে দেয়।