ঢাকা উত্তরের সাবেক মেয়র ও বর্তমান মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বিখ্যাত ভোট চা বানানোর পর রাস্তায় ক্রিকেট খেলে আবারো আলোচনায় এসেছেন। এই ঘটনা ঢাকাবাসীর মধ্যে ব্যপক তোলপাড় সৃষ্টি করেছে। এজন্য না যে তিনি এক বলে ছয় মেরে সেঞ্চুরি উদযাপন করেছেন, তোলপাড়টা এজন্য যে আতিকুল ইসলাম মাঠের অভাবে ক্রিকেট খেলেছেন রাস্তায়৷
বাচ্চারা না হয় মাঠের অভাবে রাস্তায় ক্রিকেট খেলতেই পারে কিন্তু একজন মেয়রের খেলার জন্যও যদি আমরা একটা মাঠের ব্যবস্থা না করতে পারি তো এটা ঢাকাবাসীর জন্য সবচাইতে বড় ব্যর্থতা, এমনটাই মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিগণ।
একজন সুশীল সমাজের প্রতিনিধি আক্ষেপ করে বলেন, 'চা বানানোর জন্য তিনি রাস্তার পাশে অবৈধ স্থাপনা (টং দোকান) পেলেও, ক্রিকেট খেলার জন্য মাঠ পাননি। এটা কিন্তু খুব বড় চিন্তার বিষয়। সমাজের জন্য অশনি সংকেত। এভাবে চলতে থাকলে কি আর কেউ মেয়র হতে চাইবে? চাইবে না। তখন এই ঢাকার কী হবে! আমাদের কি হবে! মশাদের কী হবে! চাখোরদের কী হবে!'
এই পর্যায়ে তার দুচোখে ঢাকার ভবিষ্যতের চিত্র যেন হতাশার জ্বলন্ত আগুন হয়ে ফুটে ওঠে!
পরবর্তীতে 'মেয়রের জন্য মাঠ চাই' শীর্ষক সেমিনারে বক্তারাও তীব্র ভাষায় একইভাবে বলেন, 'একজন মেয়র একটা সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ। তার মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ জরুরি। তাকে খোলা মাঠে খেলার ব্যবস্থা না করতে দিলে পরে হয়তো, "উত্তরে ঔষধ দিলে মশা দক্ষিনে যায় আর দক্ষিনে ঔষধ দিলে মশা উত্তরে যায়" টাইপ কথা বলবে। কিন্তু রাস্তার বদলে মাঠে খেলতে দিলে মেয়ররা মাথা ব্যবহার করে ভাবতে ও কথা বলতে শিখবে।'
উক্ত সেমিনার শেষে ঢাকার রাস্তাজুড়ে মানববন্ধন ও র্যালি করা হয়। সে সময় বাচ্চাদেরকে স্ট্যাম্প উঠিয়ে খেলা বন্ধ করে রাস্তার পাশে দাড়িয়ে র্যালিকে সাইড দিতে দেখা যায়।