কলকাতাবাসীদের মাছ কেনার মতো ভাগে ডিম কিনছেন বাংলাদেশিরা

৯৯ পঠিত ... ১৬:৫৮, অক্টোবর ০২, ২০২৪

27 (20)

ডিমের দামের আগুনের কারণে তাতে একা হাত দিতে পারছেন না অনেক ক্রেতা। এই সমস্যা থেকে বাঁচতে আপাতত কলকাতাবাসীদের মাছ কেনার আদলে ভাগে ডিম কিনতে শুরু করেছেন অনেকে। গুলশান বনানীর বাজারগুলোতে একটি ডিম দুজনে মিলে কিনলেও শহরের অন্যন্য বাজারগুলোতে একটি ডিম ছয়জনকেও কিনতে দেখা গিয়েছে। কেউ কেউ ভাগে ডিম কেনার এই বিষয়টিকে নিজেদের ভ্লগেও তুলে আনছেন।

ঘটনার সত্যতা যাচাইয়ে মিরপুরের এক বাজারে গেলে সরেজমিনে দেখা যায় ডিম কেনার পর কুসুমের ভাগাভাগি নিয়ে মারামারিতে লিপ্ত হয়েছেন কয়েকজন। পরে তাদের থামানোর পর একজন আমাদের বলেন, দেশ ইউরোপ হবে ভেবেছিলাম। কিন্তু শুধু দ্রব্যমূল্যই ইউরোপের মতো হলো, এমন স্বাধীনতাই কী চেয়েছিলাম? এখানে আমরা তিনজন মিলে একটা ডিম কিনেছিলাম সাদা অংশ নিয়ে। মীমাংসা হয়ে গেলেও কুসুমের ভাগ কেউ ছাড়তে চাইছিল না! আমার ভাগের কুসুম আমি না পাইলে আইজকা একটা ফাডাফাডি হইব।

হুট করে ডিমের বাজারে এমন আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে এক মুরগি ডিমে তা দিতে দিতে আমাদের বলেন, ডিমের বাজারের নিচে মাটিতে কেরোসিনের খনি ছিলো। চলমান গরমের সোদনে সেই তেলে আগুন লেগে তা ডিমের বাজারেও ছড়িয়ে পড়েছে।

ভাগে ডিম কেনার এই বিষয়টি নিয়ে অনেকে লজ্জা পেলেও কলকাতাবাসীরা অবশ্য বিষয়টিকে স্বাগত জানিয়েছেন, এখন আর মাছ কেনা নিয়ে তাদের সাথে মশকরা হবে না এ নিয়ে স্বস্তিতে আছেন বলেও জানান তারা।

৯৯ পঠিত ... ১৬:৫৮, অক্টোবর ০২, ২০২৪

Top