হ্যামস্টার থেকে টাকা পেয়ে পুরো মহল্লাকে ৭ দিনের দাওয়াত দিলো বাড্ডার বাবলু

১৪৯ পঠিত ... ১৭:৫৭, সেপ্টেম্বর ২৬, ২০২৪

21 (18)

বাড্ডার বাবলু, এলাকার পরিচিত মুখ, আজ সকালে এক অদ্ভুত ঘোষণা দিয়ে পুরো মহল্লায় আলোড়ন তুলেছে। ঘটনা এমন, সে নাকি হ্যামস্টার কমব্যাট গেম থেকে কোটি টাকা পেয়ে গেছে! কেউই বিশ্বাস করতে চাচ্ছে না, যাকে বলছে সেই শুনে সকলে হতবাক হয়ে যাচ্ছে!

এই খুশীতে পুরো মহল্লাকে ৭ দিনের দাওয়াত দিয়েছেন তিনি। জানিয়েছেন, সাত তিন বেলা করে মহল্লাবাসী তার বাসায় খাবে।

এলাকার মুরুব্বি রফিক মিয়ার কানে এই খবর পৌঁছলে তিনি জানান, বাবলু তো গেম খেলতে খেলতে পাগল হয়ে গেঞ্ছে। ওর কথায় কান দিয়েন না।  

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাস ধরে বাবলু এলাকার ছোট-বড় দোকানগুলোতে বাকির খাতা খুলেছেন। মুদির দোকান, মাংসের দোকান, মাছের বাজার— সব জায়গায় বাবলু একটাই কথা বলেছেন, হ্যামস্টার থেকে টাকা আসছে। তাড়াহুড়ো কইরেন না, ২৬ তারিখেই সব শোধ হয়ে যাবে।

দোকানিরা প্রথমে কিছুটা সন্দিহান হলেও, বাবলুর আত্মবিশ্বাস দেখে তারাও বাকিতে জিনিস দিতে শুরু করে। বাবলু কিছু দিন পর পর এক নতুন বাকির খাতা খোলেন। দোকানে গিয়েই হাজার টাকার কমে কোনো কিছুই কেনেন না। মাসখানেক ধরে প্রায়ই দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে সবাইকে বলে বেড়াতেন, টাকা আসতাছে ভাই, কোটি কোটি টাকা!

হঠাৎ করে বাজারে গিয়ে তিনি ঘোষণা করে বসেছেন, ভাইসব! এই বাজারের সব পণ্য আমার বাসায় যাবে। আমি মহল্লার সবাইরে সাতদিন দাওয়াত করলাম। খাইতে আইসেন!  

শুনে বাজারের বিক্রেতারা হঠাৎ থতমত খেয়ে গেল। ‘কী বললেন?’ এক মুরগি বিক্রেতা জিজ্ঞেস করল। বাবলু আবারও কণ্ঠ চড়ালেন, সবই আমার বাসায় দিয়ে যাইয়েন। আমার অ্যাকাউন্টে হ্যামস্টার কয় কোটি টাকা ঢুকাইছে তার হিসাব করতে পারতেছি না, এত এত শূন্য যে চোখ গুলায়ে গইয়েছে আমার!

১৪৯ পঠিত ... ১৭:৫৭, সেপ্টেম্বর ২৬, ২০২৪

Top