যে পরিবারে সবার জন্মদিন একই দিনে

১৪৮ পঠিত ... ১৭:৩০, জুলাই ২৪, ২০২৩

Sobar-jonmodin

বিশ্বরেকর্ড তো অনেকরকমই হয়, কিন্ত সেগুলোর বেশিরভাগই হয়ে থাকে নানান প্রস্তুতির মাধ্যমে এবং ইচ্ছাকৃতভাবে কিন্ত পাকিস্তানের সিন্ধু রাজ্যের লারখানা শহরের আমির আলী নামক এক ব্যক্তির পরিবারের রয়েছে অদ্ভুত এক রেকর্ড। মজার বিষয়টি হচ্ছে এই রেকর্ডটি ইচ্ছাকৃতভাবেও করা নয়।

 শুনতে আজব লাগলেও, আমির আলীর পরিবারের মোট নয় সদস্যের সবার জন্মদিন একই দিনে। আমির আলী তার স্ত্রী খুদেজা এবং তাদের মোট সাত সন্তানের সবাই জন্মেছেন আগস্টের ১ তারিখে! গল্পের এখানেই শেষ নয়, আমির আলী এবং খুদেজার বিয়ের হয়েছিলো এই একই দিনে, তার ঠিক একবছর পরেই জন্ম নেয় তাদের প্রথম মেয়ে।  

এই ধরনের বিশ্বরেকর্ড গড়তে তাদের কোনো পূর্বপরিকল্পনা না ছিলো কিনা সেটি সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও বিষয়টি নিঃসন্দেহে বিশ্বরেকর্ডেরই দাবিদার। পূর্বে এই রেকর্ডটি ছিলো যুক্তরাষ্ট্রের কামিন্স পরিবারের। সেখানে একই পরিবারের ৭ জনের জন্মদিন ছিলো একদিনে।

আমির আলীর সাথে যদি কখনও দেখা হয়, হয়তো অবাক বাঙালী জিজ্ঞেস করেই বসবে, ভাই, ক্যামনে কী?

১৪৮ পঠিত ... ১৭:৩০, জুলাই ২৪, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top