ডিভোর্স ফটোশুট দেখেছেন কখনও?

১৫৫৮ পঠিত ... ১৬:৪৮, মে ০২, ২০২৩

ডিভোর্স-ফটোশুট

পাহাড়, বরফ, নদী, সমুদ্রে গিয়ে থেকে বাড়ির ছাদে কিংবা নিজেদের ছোট্ট ঘরেতেই নানা রঙে-ঢঙে নিজেদের বিয়ের ফটোশ্যুট করার চল তো সেই কবে থেকেই চলছে। কিন্তু কখনো কি দেখেছেন 'ডিভোর্স ফটোশ্যুট'।

বিয়ের মতো বিচ্ছেদও যে হতে পারে এক নতুন পথচলার শুরু, এনে দিতে পারে সুখ, আর বিচ্ছেদ উদযাপন করতেও যে হতে পারে বিচ্ছেদের ফটোশ্যুট, তারই এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় অভিনেত্রী শালিনি।

344548298_1443801869748618_328350536678652916_n (1)

মূলত স্বামী রিয়াজের দ্বারা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান এবং ডিভোর্স ফাইল করেন। ফটোশ্যুটের ছবিগুলো দেখে দিব্যি মনে হতে পারে এ বুঝি জন্মদিন বা কোনো অনুষ্ঠানের শ্যুট। তবে লাল রঙা পোশাকে শালিনির 'DIVORCED' লেখা কার্ডগুলো দেখলেই চমকে উঠবেন।

কোনো ছবিতে প্রাক্তন বরের সঙ্গে তোলা বিয়ের ছবি ছিড়ছেন, কোথাও পুড়িয়ে ফেলছেন বিয়ের পোশাক তো কোথাও পা দিয়ে পিষে ফেলছেন অতীতের যন্ত্রণা।

343941184_9099376203467889_947907056291200932_n

বিচ্ছেদ কিংবা ডিভোর্স শব্দটি শুনতে দুঃখের হলেও শালিনির মুখের হাসি আর অভিনবভাবে বিচ্ছেদের উদযাপন থেকে বুঝতে বাকি থাকে না যে, তিনি শুরু করতে যাচ্ছেন এক নতুন জীবন। তাই তো তিনি তার নতুন জীবন নিয়ে বলেছেন, 'I have 99 problems but a husband ain’t one'। শালিনির বিচ্ছেদ পরবর্তী জীবন হোক সুখের, হোক পরিপূর্ণ।

344386447_1380587009449209_686642825349804408_n343926722_1462293227930618_6031235872487474447_n

১৫৫৮ পঠিত ... ১৬:৪৮, মে ০২, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top