জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অন্যরকম প্রদর্শনী

১৩০৯ পঠিত ... ১৭:৫৩, সেপ্টেম্বর ২৬, ২০২২

আমাদের সমাজের চলমান বৈষম্য, বর্ণবাদ, হিজাব পরা-না পরা, যৌনতাসহ নানাবিধ অসামঞ্জস্যতা নিয়ে এক অন্যরকম প্রদর্শনী চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের Emerging Issues কোর্সের নির্ধারিত কাজের এই প্রদর্শনীর নাম দেয়া হয়েছে, ‘নিজের মুখচ্ছবির পাশাপাশি পাঞ্চলাইন পেশ (বর্ণবাদ ও যৌনতা সম্পর্কিত)’। নিজের ছবির সাথে সমাজের এইসব বৈষম্য, ভুল ধারণার বিরুদ্ধে কিছু বার্তাও দিয়েছেন তারা। কোর্সটির শিক্ষক হিসেবে আছেন মানস চৌধুরী। 

হিজাব পরে ধুমপানরত এক ছাত্রী যেমন বলতে চেয়েছেন, সিগারেট কোন নির্দিষ্ট লিঙ্গের অধিকার নয়। হিজাবও কারও উপর চাপিয়ে দেয়ার বিষয় নয়। দুটিই ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা। সে পুরুষ হোক কিংবা নারী।

পুরুষ মানেই যোদ্ধা নয় এমন বার্তা দিতে চেয়েছেন অন্য এক ছাত্র। নিজের ছবির সাথে তিনি লিখেছেন, ‘তোমরা সব পুরুষরে যোদ্ধা বানাইয়া দিবার চাও ক্যান? কেউ কেউ তো বারুদ থিকা ফুলের গন্ধরে বেশি ভালোবাসে।‘

যৌন সম্পর্ক কিংবা কোনো ধরনের যৌন ক্রিয়ার আগে অনুমতির বিষয় নেয়া নিয়েও কথা বলেছেন একজন। মদের বোতল হাতে নিয়ে এক প্রতীকি ছবিতে তিনি লিখেছেন, ‘আমি মদ্যপ হলেও আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করার অধিকার কারও নেই।‘

এছাড়া ভার্জিনিটি, নারীর পোশাক, ছেলেদের লম্বা চুল রাখা সহ নানান সাজ পোশাক ও স্বাধীনতা নিয়ে নানাবিধ বার্তা দেয়ার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা। প্রদর্শনীটি চলছে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যে কেউ নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক করিডোরে গিয়ে প্রদর্শনীটি দেখে আসতে পারেন।

১#

308113267_1633806403687886_7875101381949679733_n

২#

308857862_1633806600354533_6760244334317450543_n

৩# 

309089783_1633806637021196_4390740823084315290_n

৪#

308611716_1633806830354510_2028319569848389218_n

৫#

308954647_1633806873687839_1380675274118557176_n

৬#

308821477_1633806670354526_727134007625250306_n

৭#

308664722_1633806703687856_2274325029902022022_n

৮#

308787373_1633806727021187_1753024114710630306_n

৯#

309024369_1633806983687828_2458067525633121300_n

১০#

309203927_1633807133687813_1029946330853352721_n

১১#

308566705_1633807163687810_3722701303815267919_n

১২#

308474713_1633807213687805_5000672745122951606_n

১৩#

308921984_1633807267021133_6599675606200313708_n

১৪#

309194972_1633807450354448_3699924973396112933_n

১৫#

308125347_1633807533687773_27876036264494199_n

 

১৩০৯ পঠিত ... ১৭:৫৩, সেপ্টেম্বর ২৬, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top