সকল গান্ধী এক নয়!

১২৭৭ পঠিত ... ১৭:০৬, আগস্ট ২২, ২০২২

Sokol-gandhi-ek-noy

প্রথম আলোতে আজকের প্রকাশিত খবরে বলা হচ্ছে, দলীয় প্রধান কে হবেন, তা নিয়ে ভারতের কংগ্রেস দলে অচলাবস্থা এখনো কাটেনি। অসুস্থতার কারণে সোনিয়া গান্ধী দলীয় প্রধান হতে চান না। রাহুল গান্ধীও দায়িত্ব নিতে নারাজ। প্রিয়াঙ্কা গান্ধীও আশাবাদী নন।

এখন কথা হলো এই গান্ধীত্রয়ের সাথে কি মহাত্মা গান্ধীর কোনো পারিবারিক সম্পর্ক আছে? উত্তর 'হ্যাঁ' হলে ফেঁসে গেলেন! কারণ তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।

অবাক হলেন? পদবী একই হলেও আসলেই তাদের কোনো পারিবারিক সম্পর্ক নেই। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধীকে মহাত্মা গান্ধীর বংশধর ভেবে হয়তো আপনি ভুল করেন।

মজার ব্যাপার হলো, প্রকৃত তথ্য পড়ার বুঝবেন মহাত্মা গান্ধীর বংশধরের নাম-পরিচয়ই হয়তো আপনি কোনো দিন শোনেননি! চলুন তাহলে বংশলতিকা দেখে আসি।

প্রিয়াঙ্কা গান্ধীর ঠাকুরমা ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর 'গান্ধী' পদবী পিতার না। স্বামী ফিরোজ গান্ধীর। ইন্দিরা গান্ধীর পুরো নাম ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী।

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর কন্যা হলেন ইন্দিরা গান্ধী। তিনি ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। বিয়ের আগে নাম ছিল ইন্দিরা প্রিয়দর্শিনী। অক্সফোর্ডে পড়াশোনা করার সময় ফিরোজ গান্ধীর সাথে পরিচয়। পেশায় সাংবাদিক ফিরোজ গান্ধীর সাথে ঘর বাধার পর নাম হয় ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। সংক্ষেপে ইন্দিরা গান্ধী। তিনি চারবার নির্বাচনে বিজয়ী হন। সব মিলিয়ে প্রায় ১৫ বছর ভারত শাসন করেছেন।

ইন্দিরা গান্ধীর দুই ছেলে। রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধী। ছোট ছেলে সঞ্জয় গান্ধী বিমান দূর্ঘটনায় মারা যান। বড় ছেলে রাজীব গান্ধী ৪০ বছর বয়সে ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার স্ত্রী সোনিয়া গান্ধী। কেমব্রিজে থাকাকালীন ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া মাইনোরকে বিয়ে করেন। এই সোনিয়া মাইনোর আজকের সোনিয়া গান্ধী।

রাজীব-সোনিয়া দম্পতির সন্তান প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধী। এবং তাদের সাথে মহাত্মা গান্ধীর আদতে কোনো পারিবারিক সম্পর্ক নেই।

অন্যদিকে মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী বা বাপু ভারতের জাতির জনক। স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। ১৮৮৩ সালে মাত্র ১৩ বছর বয়সে মহাত্মা গান্ধী তার বাবা মায়ের পছন্দে কস্তুরবা মাখাঞ্জীকে (কাস্তুবাই নামেও পরিচিত ছিলেন) বিয়ে করেন। চার পুত্র সন্তান; হরিলাল, মনিলাল, রামদাস এবং দেবদাস গান্ধী। এবার বলুন, আপনি কি কখনো মহাত্মা গান্ধীর কোনো বংশধরের নাম শুনেছেন?

১২৭৭ পঠিত ... ১৭:০৬, আগস্ট ২২, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top