চড় খাওয়া থেকে উষ্টা খাওয়া; অস্কারে ঘটে যাওয়া যত উদ্ভট ঘটনা

৯০৯ পঠিত ... ১৫:৪৬, মার্চ ২৮, ২০২২

Oscarer-odvut-ghotona

২০১৭ সালের অস্কারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত এক ঘটনার কথা প্রায়ই সবারই হয়তোবা মনে আছে যেখানে লা লা ল্যান্ড ভুলবশত সেরা ছবির অস্কারে পুরস্কৃত হয়েছিল। পরবর্তীতে লা লা ল্যান্ড প্রযোজক জর্ডান হোরোভিটজ ঘোষণা করেন যে মুনলাইট হল ২০১৭ সালের সেরা ছবির অস্কারের আসল বিজয়ী৷

শুধুমাত্র ২০১৭ নয়, অস্কার পুরষ্কার অনুষ্ঠানের অতীতেও ঘটেছে অনেক অদ্ভুত সব ঘটনা যার ভেতর উল্লেখযোগ্য কিছু ঘটনা থাকছে আজকের এই পর্বে।

 

১.

১৯৩৪ সালে, অস্কার হোস্ট উইল রজার্স সেরা পরিচালকের পুরস্কারের বিজয়ীর নাম প্রকাশ করে বলেন যে, ‘দুঃখিত, ফ্রাঙ্ক!’ আসলে দুর্ভাগ্যবশত, সেই রাতে দুজন ফ্রাঙ্ক মনোনীত হয়েছিলেন, এবং 'লেডি ফর এ ডে' ডিরেক্টর ফ্রাঙ্ক ক্যাপরা প্রায় ওপেন ডান্স ফ্লোরে পৌঁছে গিয়েছিলেন এবং ততক্ষণে তিনি বুঝতে পেরেছিলেন যে স্পটলাইটটি আসল বিজয়ী, 'ক্যাভালকেড' ডিরেক্টর ফ্রাঙ্ক লয়েডকে আলোকিত করতে চারপাশে ঘুরছে। 

ফ্র‍্যাঙ্ক ক্যাপরা তার আত্মজীবনীতে লেখেন,"সেদিন যখন আমি আমার চেয়ারে বসে পড়লাম, তখন আমি অনুভব করলাম যে টেবিলে থাকা আমার সমস্ত বন্ধুরা কাঁদছিল।"

 

২.

যখন হ্যাটি ম্যাকড্যানিয়েল ১৯৩৯-এর 'গন উইথ দ্য উইন্ড'-এ ম্যামির চরিত্রে তার অবিস্মরণীয় অভিনয়ের জন্য মনোনীত হন, তখন প্রযোজক ডেভিড ও সেলজনিককে অ্যাম্বাসেডরের কোকোনাট গ্রোভ নাইটক্লাবের ‘নো ব্ল্যাকস’ নীতি ভঙ্গ করতে এবং তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশেষ অনুমতি নিতে হয়েছিল। তবে দুঃখজনক বিষয় হলো সেদিন ম্যাকড্যানিয়েলকে তার সহকর্মী কাস্ট সদস্যদের সাথে টেবিলে বসার জায়গা দেওয়া হয়নি। পরিবর্তে, তিনি তার এজেন্টের সাথে পিছনে একটি ছোট টেবিলে বসেছিলেন এবং সেই রাতে পরে তার সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করার জন্য বেশ দীর্ঘ দূরত্ব অতিক্রম করেছিলেন।

 

৩.

১৯৫৯ সালের অস্কার অনুষ্ঠানের চূড়ান্ত পুরস্কারটি সম্পূর্ণ ২০ মিনিট আগে দেওয়া হয়েছিল এবং প্রযোজকরা কীভাবে সময়টি পূরণ করবেন তা খুঁজে বের করতে বেশ বেগ পেতে হয়েছিল। পরবর্তীতে সেদিনের হোস্ট জেরি লুইসকে স্টেজে নিজের মত পারফর্ম করবার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল।  উপস্থাপক এবং পুরষ্কার বিজয়ীদের একটি সমুদ্রের মাঝে কেন্দ্রীয় মঞ্চে দাঁড়িয়ে, লুইস ঘোষণা করেছিলেন যে তারা ‘দেয়ার ইজ নো বিজনেস লাইক স্নো বিজনেস’ এর ৩০০টি কোরাস গাইবেন৷

পরবর্তীতে তিনি অর্কেস্ট্রা পরিচালনা করে কোরাস গাইতে থাকেন যতক্ষণ না এনবিসি বাকি শো তে একটি স্পোর্টস রিভিউর শো শুরু না করেন। একবার ভেবে দেখুন ২০ মিনিটে কি বিপদেই না পড়েছিলেন তারা৷

 

৪.

১৯৭৩ সালে 'দ্য গডফাদার'-এ অভিনয়ের জন্য মারলন ব্র্যান্ডোকে যখন সেরা অভিনেতার অস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছিল, তখন নেটিভ আমেরিকান সাচিন লিটলফেদার তার পক্ষে পুরস্কারটি প্রত্যাখ্যান করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন যে তিনি নেটিভ আমেরিকানদের সাথে শোচনীয় আচরণের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য অস্কার বয়কট করছেন এই চলচ্চিত্র শিল্পে।  তার বিবৃতিটি সেদিন করতালির মাধ্যমে সাদরে গ্রহণ করেন সবাই এবং ব্র্যান্ডো স্টান্ট বেশ সমালোচিত হয়েছিলেন।

পরবর্তীতে রাজনৈতিকভাবে করা বক্তৃতার প্রবণতা তখন থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করে।

 

৫.

'সিটি স্লিকারস'-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার গ্রহণ করার জন্য ১৯৯২ সালে প্রতিভাবান অভিনেতা জ্যাক প্যালেন্স মঞ্চে উঠেছিলেন এবং তার বক্তৃতার মাঝখানে তিনটি এক-আর্মড পুশ-আপ প্রদর্শনের জন্য দর্শকদের কাছ থেকে অনুরোধ পান তিনি।

বলা হয়ে থাকে জ্যাক প্যালেন্সের মতো পুরস্কার কেউ কখনও গ্রহণ করেনি। ৭৩ বছর বয়সী সেরা সহ-অভিনেতার পুরস্কার বিজয়ী, তিনি মঞ্চে উঠে বিড়বিড় করে বললেন: ‘বিলি ক্রিস্টাল? আমি তার চেয়ে বড় বাজে কথা বলি’, তারপর মেঝেতে পড়েন বিশ্বকে দেখানোর জন্য যে তিনি এখনও এক হাতে পুশআপ করতে সক্ষম।  

অডিশনের সময় কাস্টিং ডিরেক্টররা কখনও কখনও তরুণ অভিনেতাদের কী করতে বাধ্য করে সেদিন তা চিত্রিত করার চেষ্টা করছিলেন তিনি।

 

৬.

২০১৩ সালে, সেরা অভিনেত্রী অস্কার জেতার পরে, জেনিফার লরেন্স তার পোশাকের কারণে ছিটকে পড়ে যান। পরের বছর, তিনি আবার সেই অস্কারেই হোঁচট খেয়ে লাল গালিচায় পড়ে যান। পর পর দু’বছরে ঘটে যাওয়া এই ঘটনা সবাইকে বেশ হাসিয়েছিল।  

 

৭.

অস্কারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলির মধ্যে একটি ২০১০ সালে এসেছিল, যখন রজার রস উইলিয়ামস তার চলচ্চিত্র মিউজিক বাই প্রুডেন্সের জন্য সেরা ডকুমেন্টারি শর্ট জিতে প্রথম কৃষ্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাতা হয়েছিলেন। উইলিয়ামসের এই বড় মুহূর্তটি ফিল্মটির প্রযোজক এলিনর বার্কেট দ্বারা বাধাগ্রস্ত হয়েছিল, যাকে এক বছর আগে, চলচ্চিত্রটির নির্মাণ থেকে সরানো হয়েছিল, যার ফলে একটি মামলা এবং আদালতের বাইরে নিষ্পত্তি হয়েছিল।

অনুষ্ঠান শেষে বার্কেট বলেন, ‘আমরা কেউ ঠিক করতে পারছিলাম না যদি আমরা জিতে যাই তাহলে স্টেজে কে যাবে এবং পরবর্তীতে যখন আমরা জিতে যাই তখন অবশ্যই সবাই দেখেছেন যে সে দৌড়ে যায় এবং তার মা কানিয়ে ওয়েস্ট অ্যাওয়ার্ডটি হাতে নিয়ে আমাকে আটকে দেন।‘

২০০৯ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে কানিয়ে ওয়েস্টের একইভাবে এমন বিঘ্নিত আচরণের পর ঘটনাটি অস্কারের ‘কানি মোমেন্ট’ নামে পরিচিতি লাভ করে।

 

৮.

১৯৯৮ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে, ‘টাইটানিক’ প্রায় সব অ্যাওয়ার্ড জিতেছেল। সেদিন জেমস ক্যামেরন যখন সেরা পরিচালকের জন্য অস্কার জিতেছিলেন, তখন তিনি তার নিজের সিনেমার বিখ্যাত লাইন দিয়ে তার বক্তৃতা শেষ করেছিলেন,তিনি বলেছিলেন: ‘আমি বিশ্বের রাজা! ওহ! এখন মনে হচ্ছে এটি শীর্ষে থাকা এক অনুষ্ঠান।‘ বলা বাহুল্য এরপর থেকে আর অস্কার পাননি ক্যামেরন।

 

৯.

শুধুমাত্র অতীতে ঘটে যাওয়া ঘটনা নয়, গত ২৭ মার্চে অনুষ্ঠিত ৯৪তম অস্কারকে স্মরণীয় করে রাখলেন উইল স্মিথ। অনুষ্ঠানের উপস্থাপক স্ক্রিস রককে আকষ্মিকভাবে চড় মেরে বসেন তিনি। প্রথমে সবার কাছে এটিকে স্ক্রিপ্টেড মনে হলেও পরবর্তীতে জানা যায়, উইল স্মিথের স্ত্রীকে নিয়ে স্ক্রিস রকের করা রসিকতা উইল স্মিথকে রাগান্বিত করে দেয় এবং পরবর্তীতে চড় মেরে বসেন তিনি। বলা বাহুল্য, অস্কার প্রতিবারই দর্শকদের চমক দেবার বেলায় সবার থেকে এগিয়ে।

৯০৯ পঠিত ... ১৫:৪৬, মার্চ ২৮, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top