করোনার শুরুর দিকে ময়মনসিংহের গফরগাঁওতে করোনা পজেটিভ বনাম করোনা নেগেটিভ দলের মাঝে ফুটবল ম্যাচ আয়োজনের খবর চোখে পড়েছিলো অনেকের। সেই খবরটি ভূয়া হলেও সম্প্রতি বরিশালে ভ্যাকসিনে ভ্যাকসিনে ফুটবল ম্যাচ আয়োজনের সত্য খবর পাওয়া গেছে৷ জানা যায়, করোনা ভ্যাকসিন সচেতনতার লক্ষে বরিশালে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টে সিনোফার্মা দলকে ৪-০ গোলে হারিয়েছে মডার্না দল। বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাটাখালি মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টটি আয়োজন করেছে যুব ফাউন্ডেশন নামের বরিশালের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা ভ্যাকসিন সচেতনতার লক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে তিনটি দল অংশগ্রহণ করে। তিনটি দলেরই নামকরণ করা হয় করোনা ভ্যাকসিন মডার্না, সিনোফার্মা ও ফাইজারের নামে। টুর্নামেন্টের অন্য একটি ম্যাচে ফাইজারকে হারিয়েছিলো মডার্না দল।
যুব ফাউন্ডেশনের সভাপতি শাওন আহমেদ টুর্নামেন্টটির বেশ কিছু ইতিবাচক দিক দেখছেন৷ শাওন আহমেদের বিশ্বাস, এতে করোনা ভ্যাকসিন গ্রহণ করা নিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়বে৷ খেলা দেখতে এসে অনেকেই করোনা ভ্যাকসিনের নাম মুখস্থ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
এর আগে মাস্ক বিতরণ, ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণসহ এলাকায় করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছে যুব ফাউন্ডেশন নামের সংগঠনটি৷
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন