ধর্ষণ হতে আত্মহত্যা- নারীর প্রতি অধিকাংশ সহিংসতার ক্ষেত্রেই আমাদের এই 'অদ্ভূত' সমাজ আঙ্গুল তোলে ভিক্টিমের দিকে। দাড়িপাল্লা নিয়ে সমাজের 'অপরাধ বিশেষজ্ঞ'রা মাপতে বসে যায়, কোন পক্ষের দোষ কতটা। আর এভাবেই আইনের হাত থেকে বেঁচে যায় অনেক অপরাধী। সম্প্রতি গুলশানের একটি বাড়িতে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তরুণীর সাথে সম্পর্ক ছিল বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের, যার প্ররোচনায় সে আত্মহত্যা করতে বাধ্য হয় এমন অভিযোগ রয়েছে। কিন্তু সমাজ, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া আনভীরের বিচারের জন্য জোর দাবি জানানোর চেয়ে মেয়েটির দোষ-গুণ বিচার করতেই বেশি ব্যস্ত।
দোষ-গুণ যার যেমনই থাক না কেন, কোনো ভিক্টিমকে তার পরিণতির জন্য দোষারোপ করা যায় না। আর এ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে একত্রিত হয় বাংলাদেশের নানা প্রান্তের কার্টুনিস্ট ও আঁকিয়েরা। ২৯ এপ্রিল সর্বপ্রথম ‘তীবরাই এর কার্টুন - Tiborai Cartoon’ পেজ থেকে ‘ভিকটিম ব্লেইমিং বন্ধ কর’ বক্তব্যের একটি ছবি পোস্ট করেন। এরপর তার সাথে যোগ দেয় ‘Stuff Comics’, ‘Ishmam Toons’, Shahnama পেইজের কার্টুনিস্টসহ আরো অনেকে। একে একে #art_against_mysoginy এবং #stop_victim_blaming হ্যাশট্যাগে ভরে যেতে থাকে ফেসবুকের পর্দা। আপনিও এই হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের এ শৈল্পিক প্রতিবাদের অংশীদার হতে পারেন। তার আগে এক নজরে দেখে নিন আঁকিয়েরা কীভাবে জানালেন প্রতিবাদ।
১#
২#
৩#
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন