মেগান-হ্যারির ছেলে আর্চি যে কারণে ‘প্রিন্স’ টাইটেল পাবে না

২৪০৯ পঠিত ... ১৭:৫৭, মার্চ ১০, ২০২১

মার্কিন টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রের সঙ্গে প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেলের একটি সাক্ষাৎকার গত দুই সপ্তাহ ধরে বিশ্বজুড়ে তুমুল আলোচনায় আছে। ৮ মার্চ (নারী দিবস) সোমবার প্রচারিত এই সাক্ষাৎকারে মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে এমন অনেক কথা বলেছেন, যেগুলো আপাত অবিশ্বাস্য এবং কিছু ক্ষেত্রে শিউরে ওঠার মতো। এর মধ্যে একটি ছিল- মেগান দাবি করেছেন তিনি যখন গর্ভবতী ছিলেন, তখন রাজ পরিবারের সদস্যরা তার সন্তানের বর্ণ পরিচয়ের দিকে ইঙ্গিত করে তাকে কোনো টাইটেল (প্রিন্স বা প্রিন্সেস) না দেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন!

megan harry prince

কিন্তু আসলেই কি রাজ পরিবার চাইলেই কাউকে টাইটেল থেকে বঞ্চিত করতে পারে? নিয়ম কী বলছে? উল্লেখ্য, টাইটেলপ্রাপ্তরা ব্রিটিশ রয়্যাল প্রটেকশন পায় এবং তাদের নামের আগে ‘হিজ/হার রয়্যাল হাইনেস’ উল্লেখ করতে হয়। 

ব্রিটিশ রাজ পরিবারে কে প্রিন্স/প্রিন্সেস উপাধি পাবে আর কে পাবে না, সেটি নির্ধারিত হয়েছে রাজা পঞ্চম জর্জের ১৯১৭ সালের নভেম্বর মাসে লেখা এক চিঠিতে। ব্রিটিশ মোনার্কের এসব চিঠিকেই আইন বা রীতি হিসেবে গণ্য করা হয়। ওই চিঠিতে রাজা পঞ্চম জর্জ ঘোষণা করেছিলেন, রাজা বা রাণীর গ্রেট গ্র্যান্ড চিলড্রেনরা প্রিন্স বা প্রিন্সেস উপাধি পাবে না। তবে শুধুমাত্র প্রিন্স অব ওয়েলসের 'বড় ছেলের বড় ছেলে'র ক্ষেত্রে এ নিয়ম খাটবে না। মানে, প্রিন্স অব ওয়েলসের বড় ছেলের ঘরের প্রথম নাতি ‘প্রিন্স’ উপাধি পাবে। 

এবার ব্রিটিশ রাজপরিবারের দিকে তাকানো যাক। প্রিন্স অব ওয়েলস হচ্ছেন প্রিন্স চার্লস, মানে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারির বাবা। যেহেতু রাজা পঞ্চম জর্জ তার চিঠিতে বলেই দিয়েছেন প্রিন্স অব ওয়েলসের বড় ছেলের ঘরের প্রথম নাতি প্রিন্স উপাধি পাবেন, তাই প্রিন্স উইলিয়ামের প্রথম ছেলে জর্জ অটোমেটিক প্রিন্স উপাধি পেয়েছেন। কিন্তু প্রিন্স হ্যারির ছেলে আর্চি প্রিন্স উপাধি পাবেন না। কারণ আর্চি প্রিন্স অব ওয়েলসের দ্বিতীয় ছেলের ঘরের প্রথম সন্তান। এমনকি এই প্রটোকল অনুসারে রানীর গ্রেট গ্যান্ড চিলড্রেন হওয়া সত্ত্বেও প্রিন্স উইলিয়ামের বাকি দুই সন্তান শার্লোট এবং লুইসকেও প্রথমে প্রিন্সেস এবং প্রিন্স উপাধি দেওয়া হয়নি। কিন্তু ২০১২ সালের ডিসেম্বরে রানীর আরেকটি চিঠিতে প্রিন্স উইলিয়ামের সকল সন্তানকে প্রিন্স ও প্রিন্সেস উপাধি দেওয়া হয়। 

তাহলে হ্যারি ও মেগানের সন্তানেরা কি কখনো প্রিন্স বা প্রিন্সেস টাইটেল পাবে না?

উত্তর হচ্ছে- হ্যাঁ, পাবে। তবে আপাতত না। দ্য ডিউক অব সাসেক্স এবং দ্য ডাচেস অব সাসেক্স (হ্যারি ও মেগান) এর সন্তানেরা টাইটেল এবং রয়্যাল প্রটেকশন পাবে, যখন প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস ব্রিটেনের রাজা হবেন। তখন হ্যারি ও মেগানের সন্তানেরা হবেন মোনার্কের বা রাজার গ্র্যান্ড চিলড্রেন। অর্থাৎ, স্বয়ংক্রিয়ভাবেই তখন তারা রয়্যাল টাইটেল পাবেন।

এই কারণেই প্রিন্স এন্ড্রুর (রানীর তৃতীয় সন্তান, প্রিন্স চার্লসের ভাই) দুই মেয়ে বিয়াট্রিস এবং ইউজিনি জন্ম থেকেই প্রিন্সেস উপাধি পেয়েছেন, কিন্তু ইউজিনির ছেলে অগাস্ট ‘প্রিন্স’ উপাধি পাননি। অপরাহর সঙ্গে স্বাক্ষাৎকারের সময় রাজ পরিবারের এই প্রটোকলের কথা মেগান মার্কেল স্পষ্ট করেই জানতেন। তিনি অপরাহকে বলেছিলেনও যে ‘রাজা পঞ্চম বা ষষ্ঠ জর্জ কনভেনশন’ অনুসারে আর্চি ব্রিটিশ রয়্যাল টাইটেল পাবে, যখন হ্যারির বাবা রাজা হবেন। কিন্তু মেগান আবার বলেছেন, তিনি যখন গর্ভবতী ছিলেন, তখন রাজ পরিবারের সদস্যরা এই কনভেনশন পরিবর্তন করতে চেয়েছিল, ‘যাতে আর্চি কোনো রয়্যাল টাইটেল না পায়’। 

২৪০৯ পঠিত ... ১৭:৫৭, মার্চ ১০, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top