শিরোনাম দেখে বিভ্রান্ত হচ্ছেন? একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। সেক্ষেত্রে তো একজন ব্যাক্তি সর্বোচ্চ দুইবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারবেন। এটাই তো হওয়ার কথা, তাই না?
ওবামার নির্বাচন অনেক কারণেই ছিল ঐতিহাসিক। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের অনেক স্টাবলিশমেন্ট এবং ভাবনা পরিবর্তন করে দিয়েছিল। তবে চারবার শপথ নেওয়ার ব্যাপারটা একটু ভিন্ন।
২০০৯ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের শপথ নেন বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্টদেরকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। জন রবার্টস যখন ওবামাকে শপথ করাচ্ছিলেন, তখন তিনি 'faithfully' শব্দটি বাক্যের শুরুতে না বলে শেষে বলে ফেলেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের শপথ মাত্র ৩৫ শব্দের। সেখানে একটি বাক্য এরকম: “I will faithfully execute the office of president of the United States.” কিন্তু জন রবার্টস যখন ওবামাকে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন: “I will execute the office of president to the United States faithfully.”
সাধারণত ওথ (শপথ) কার্ড দেখে প্রধান বিচারপতিরা শপথ বাক্য পাঠ করান। কিন্তু জন রবার্টস তার স্মৃতি থেকে ওবামাকে শপথ পাঠ করাচ্ছিলেন।
ওবামার শপথ গ্রহণ যাতে একেবারে যথার্থ ও সঠিক হয়, এজন্য প্রধান বিচারপতি পরের দিন আবারও ওবামাকে শপথ বাক্য পাঠ করান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল থাকে জানুয়ারির ২০ তারিখ দুপুর পর্যন্ত। অর্থাৎ, ২০ জানুয়ারির দুপুরের আগে অবশ্যই নতুন একজন প্রেসিডেন্ট বা পূর্বের প্রেসিডেন্টকে নতুন করে শপথ নিতে হবে, না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। কিন্তু বারাক ওবামা দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছিলেন ২০১৩ সালের ২১ জানুয়ারি। এটা কীভাবে হলো তাহলে?
২০১৩ সালের ২০ জানুয়ারি ছিল রবিবার। সেদিন যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ছুটির দিন থাকায় ওবামা হোয়াইট হাউজে একটি প্রাইভেট অনুষ্ঠানে অফিশিয়ালি শপথ নেন। পরেরদিন সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে ঐতিহ্য অনুসারে আবারও পাবলিকলি শপথ নেন তিনি।
এভাবে দুই মেয়াদে তাই মোট চারবার শপথ নেন ওবামা।
যাইহোক, ওবামার একটা ইয়ার্কি দিয়ে লেখা শেষ করা যাক।
তৎক্ষণাৎ বুদ্ধিদীপ্ত উত্তরের জন্য বারাক ওবামার সুনাম ছিল। প্রতি বছর মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের জয়েন্ট সেশনে যে ভাষণ দেন, সেটাকে ’স্টেট অব দ্য ইউনিয়ন’ বলা হয়। নিজের টার্মের শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের এক পর্যায়ে ওবামা বলছিলেন ‘আমি আর নির্বাচন করতে পারব না...’ বাক্যের এইটুকু শুনে রিপাবলিকান কংগ্রেসম্যানরা উপহাসের হাসি দেন। ওবামা কিছুক্ষণ অপেক্ষা করে বলেন ‘.... হ্যাঁ.. কারণ আমি আগের দুটো নির্বাচনেই জয়লাভ করেছি’।
ওবামার তড়িৎ উত্তরে এবার ডেমোক্রেটরা হেঁসে ওঠেন।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন