যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকরা আজীবন পদে থাকেন কেন?

৪৭২ পঠিত ... ২০:৩৪, নভেম্বর ০৯, ২০২০

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হচ্ছে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগগুলোর অন্যতম। কারণ একবার একজন বিচারপতি যদি দেশটির সর্বোচ্চ আদালতে নিয়োগ পেয়ে যান, তিনি আমৃত্যু ওই পদে থাকতে পারবেন, বেশিরভাগ ক্ষেত্রেই যা ৩০ বছরেরও বেশি।

কিন্তু কেন একজন বিচারপতি আজীবন এমন গুরুত্বপূর্ণ পদে থাকবেন?

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতি। এর মধ্যে রুথ বেদার গিন্সবার্গ (সামনের সারির ডান দিক থেকে দ্বিতীয়জন) এ বছর ১৮ সেপ্টেম্বর মারা গেছেন।

অনেকেই হয়তো জানেন যে আমেরিকার সুপ্রিম কোর্টের একজন বিচারপতি রুথ বেদার গিন্সবার্গ সম্প্রতি মারা গেছেন, যিনি রিপাবলিকান মতাদর্শের পক্ষে ছিলেন না। যেহেতু রিপাবলিকানরা এখন ক্ষমতায়, তাই গিন্সবার্গের শূন্যস্থান নিজেদের পছন্দের বিচারপতিকে দিয়ে দ্রুত পূরণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ট্রাম্পকে খুবই ভাগ্যবান বলতে হবে। মাত্র এক টার্মেই সুপ্রিম কোর্টে তিনজন বিচারপতি নিয়োগের নিয়োগ দিয়েছেন। ফলে সুপ্রিম কোর্টে রিপাবলিকানদের আদর্শ ধারণকারী বিচারপতির সংখ্যা এখন আগের চেয়ে অনেক বেশি। ফলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে রিপাবলিকানদের ক্ষমতা আরও বেশি পোক্ত হবে এবং আগামী অন্তত ৩০-৩৫ বছর দলটি এ থেকে সুবিধা পাবে।

৪৭২ পঠিত ... ২০:৩৪, নভেম্বর ০৯, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top