সুশান্ত সিং রাজপুতের যে ৫টি সিনেমা অবশ্যই দেখবেন

৩৩৭৩ পঠিত ... ০৬:২৪, জুন ১৫, ২০২০

১# Kai Po Che! (2013)
প্রথম সিনেমা। চেতন ভাগতের 'Three Mistakes of My Life' উপন্যাস অবলম্বনে নির্মিত। গুজরাটের দাঙ্গার পটভূমিতে তিন তরুণ বন্ধুর এই গল্পে নবাগত সুশান্ত এবং পরবর্তী পাঁচ বছরে বলিউডের সেরা অভিনেতাদের একজন হতে যাওয়া রাজকুমার রাও আপনাকে বিশেষভাবে মুগ্ধ করবে।

২# Shuddh Desi Romance (2013)
এটাই সুশান্তের ব্রেক থ্রু ফিল্ম। সুশান্ত এবং পরিণীতি পাল্লা দিয়ে ভালো অভিনয় করেছে। আধুনিক ভারতীয় রম-কমের মধ্যে (আধুনিক, অর্থাৎ নায়ক নায়িকার মিল-বিয়ে হওয়া যেখানে মুখ্য কথা না) অন্যতম সেরা মুভি।

৩# M.S. Dhoni: The Untold Story (2016)
ধোনি চরিত্রে সুশান্ত অনবদ্য। যদি এই মুভি আপনার ভালো নাও লাগে, ধোনি হিসেবে সুশান্ত সিং রাজপুতকে অবশ্যই অনেকদিন মনে রাখবেন।

৪# Sonchiriya (2019)
গত বছরের অন্যতম সেরা সিনেমা। গত বছর সুশান্তের 'ছিচোরে' বক্স অফিসে সেইরকম ব্যবসা করলেও তার চেয়ে 'আকাশ-পাতাল পার্থক্য' লেভেলের বেটার সিনেমা সোনচিড়িয়া 'কেউ দেখেই নাই' টাইপ অবস্থা। তীব্র ধরনের 'আন্ডাররেটেড' এই মুভিটা সম্পর্কে এক লাইনে বলা যেতে পারে- কুইন্টিন টারান্টিনো মিটিং অনুরাগ ক্যাশপ। (প্রসঙ্গত, পরিচালকের আগের কাজগুলাও দুর্দান্ত- উড়তা পাঞ্জাব, ইশকিয়া ও দেড় ইশকিয়া) ট্রেইলার-উইকি কিছুই না দেখে যদি সরাসরি সিনেমাটা দেখে ফেলেন, আপনার জন্য মুগ্ধতা অপেক্ষা করছে!

৫# Detective Byomkesh Bakshy (2015)
সেরা সিনেমাটা (এবং ক্যারিয়ার বেস্ট পারফরম্যান্স) শেষে লেখার জন্য ইয়ারের ক্রোনোলজি ব্রেক করতে হলো। আমার বিবেচনায় (অন্তত তর্কযোগ্যভাবে) আধুনিক যুগে ব্যোমকেশের সেরা এডাপশন, এবং সেটা বাংলাসহ সকল ভাষার সিনেমা মিলিয়েই (একমত না হলে নিজে দেখে সিদ্ধান্ত নিন!)। এত ভালো ব্যোমকেশ মুভি এত কম মানুষের দেখার ব্যাপারটা পরিচালক দিবাকর ব্যানার্জির জন্য তো বটেই, খোদ শরদিন্দুর জন্যও হতাশাজনক।

 

শেষ কথা
অনেকেই অনেক লম্বা ক্যারিয়ার কাটায়ে যায়, কিন্তু মরার পরও অনেকদিন বেঁচে থাকার মতো একটা সিনেমাও করতে পারে না। টেলিভিশনের জনপ্রিয় তারকা হয়ে সিনেমায় আসা সুশান্ত মাত্র ৭ বছরে আরও অনেকদিন বেঁচে থাকার মতো এটলিস্ট ৫টা ছবি করে ফেলেছেন, দিস ইজ অ্যামেজিং!

যদিও মুভির এই তালিকাটা দীর্ঘ করতে না দেয়ায় সুশান্তের উপর আমরা হালকা অভিমান করতেই পারি। সরফরাজ যে এবার আসলেই ধোঁকা দিয়ে দিল!

৩৩৭৩ পঠিত ... ০৬:২৪, জুন ১৫, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top