আমাদের পরিচয় ছিলো না: 'গেস্ট রুম নির্যাতন' প্রসঙ্গে ঢাবি অধ্যাপক আক্তারুজ্জামান

২০৭ পঠিত ... ১৭:৫৪, জুন ২২, ২০২৩

সাক্ষাতকারকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে 'গেস্ট রুম নির্যাতন' সম্পর্কে এক শিক্ষক প্রতিনিধি বক্তব্যের বিপরীতে উপাচার্য বলেন, ‘গেস্ট রুম নির্যাতন শব্দের সঙ্গে আমরা পরিচিত নই। এ ধরনের কথা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানহানির। তাই এই ধরনের বক্তব্য এক্সপাঞ্জ করা হলো।‘

এর ধারাবাহিকতায় আজ ২২ জুন উপাচার্য আক্তারুজ্জামানের একটি কাল্পনিক সাক্ষাৎকার নেওয়া হয় earkiর পক্ষ থেকে। সেখান থেকে চুম্বকাংশ তুলে দেওয়া হলো প্রিয় পাঠকদের জন্য।

: স্যার কেমন আছেন?

: এইতো ভালো আছি, আপনি কেমন আছেন?

: ভালো আছি স্যার। আপনি কী সত্যিই বিশ্বাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে নির্যাতন বলে কিছু নেই?

: অবশ্যই, আমি যা বলি শতভাগ বিশ্বাস করেই বলি। গেস্ট অর্থ হচ্ছে মেহমান। যেমন আপনি আজ আমার মেহমান। আপনাকে আমি রুমে ডেকে নির্যাতন করবো? এ কেমন কথা?

: তা তো অবশ্যই স্যার।

: আমরা যখন পড়েছি গেস্ট রুম কেনো—কোনো রুমই ছিলো না। সরকারি বিশ্ববিদ্যালয়ে গেস্টদের জন্য রুম অ্যাফোর্ড করাও ঝামেলা। এসব পশ ব্যাপার স্যাপার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পেতে পারেন, আমাদের এখানে নয়।

: তাহলে কেউ কি মিথ্যাচার করছে বলে আপনার মনে হয়?

: হ্যাঁ, সেটাই তো হবে। কিছু দুষ্কৃতকারী আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখা যাবে এরা আসলে ঢাবিতে পড়ার চেষ্টা করেও পায়নি। তারাই হয়তো ক্ষুব্ধ হয়ে এসব বলছে। তাদের  উদ্দেশ্যে একটাই কথা, ‘আগে চান্স পেয়ে দেখাও।' 

২০৭ পঠিত ... ১৭:৫৪, জুন ২২, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top