সম্প্রতি আমরা ইয়ার্কিতে আমন্ত্রণ জানিয়েছিলাম সেলিব্রিটি স্মার্টফোন জনাব আইফোনকে। একান্ত আড্ডায় তিনি আমাদের সাথে আলাপ করেছেন দেশ-বিদেশের নানান বিষয় নিয়ে। আজ ইয়ার্কির পাঠকদের জন্য থাকছে সেই দীর্ঘ সাক্ষাৎকারের চুম্বক অংশ।
eআরকি: জনাব আইফোন, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। প্রতিবছর আপনাকে কেনার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। সম্প্রতি দেখা যাচ্ছে ইল্লিয়িন নামের একটি ব্র্যান্ডের পাঞ্জাবি কেনার জন্যও তাদের শোরুমের সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই ব্যাপারটা কি আপনি দেখেছেন?
আইফোন: এরকম একটা ব্যাপার আমি দেখেছি ফেসবুকে। সবাই হাভাতের মতো লাইনে দাঁড়িয়ে আছে। পরে খবর নিয়ে দেখলাম, এই ব্র্যান্ড নাকি পাঞ্জাবি বিক্রি করে। আমি বুঝতে পারলাম না, পাঞ্জাবির জন্য এমন লাইন কেন! কী আছে এই পাঞ্জাবিতে?
eআরকি: পাঞ্জাবিতে কী আছে, আমরা তা জানি না ঠিক। কিন্তু এটা জানি যে, দাম অনেক। তবে এমন একটা কথা শোনা যাচ্ছে—এই পাঞ্জাবি কেনার জন্য কয়েকজন তাদের কিডনি বিক্রি করেছে!
আইফোন: বলেন কী!
eআরকি: হ্যাঁ, সত্যিই।
আইফোন: না, এ হতে পারে না!
eআরকি: কেন হতে পারে না?
আইফোন: কারণ কিডনির ব্যবসা একান্তই আমার। আপনিই বলুন, কিছু কেনার জন্যে কিডনি বিক্রির চল শুরু কে করেছে?
eআরকি: তা করেছেন আপনিই।
আইফোন: তাহলে? মেজাজটাই খারাপ হয়ে গেল। ধুর বা*!
eআরকি: ইয়ে, প্লিজ মুখ খারাপ করবেন না।
আইফোন: সরি! কী আর করব বলুন, এমনিতেই ব্যবসার অবস্থা ভালো না, তার মধ্যে এই ধরনের খবর শুনলে মেজাজ ঠিক রাখা যায় না। আচ্ছা, যাই ভাই, আর ভালো লাগছে না।
eআরকি: আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আলাপ শেষ করি। যাওয়ার আগে আপনি কি আপনার ভক্তদের উদ্দেশে কিছু বলতে চান?
আইফোন: না, আমার ভক্তদের কিছু বলা লাগে না, ওরা এমনিতেই পশ। আমি বরং আপনাদের এই ইল্লিয়িনকে কিছু বলতে চাই।
eআরকি: আচ্ছা, তা-ই বলুন!
আইফোন: ওই ইল্লিয়িন, কম্পিটিশন লাগাইতে চাস তুই? কম্পিটিশন? সাহস থাকলে সিলিকন ভ্যালিতে আহিস, দেখমুনে!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন