করোনা ছড়ানোর মূল ব্যক্তিকে খুঁজে পাওয়া গেলো অবশেষে

১৮২৫ পঠিত ... ১০:৫৬, জুন ১৬, ২০২০

[এটি একটি কাল্পনিক সাক্ষাৎকার। এর সঙ্গে কারও মিলে যাওয়া অনভিপ্রেত কাকতালমাত্র।]


করোনার জন্ম কোথায়?
বিএনপি বিষয়ক মন্ত্রী: চীনে।

করোনা কীভাবে সারা পৃথিবীতে ছড়ালো?
বিএনপি বিষয়ক মন্ত্রী: বিভিন্ন দেশের মধ্যে যাতায়াতের মাধ্যমে।

বিভিন্ন দেশের মধ্যে যাতায়াত কীভাবে হয়?
বিএনপি বিষয়ক মন্ত্রী: উড়োজাহাজে।

উড়োজাহাজ কোথায় নামে?
বিএনপি বিষয়ক মন্ত্রী: বিমানবন্দরে।

তাহলে করোনা দেশে কোথা দিয়ে ঢুকলো?
বিএনপি বিষয়ক মন্ত্রী: বিমানবন্দর দিয়ে।

আমাদের দেশে কতগুলো আন্তর্জাতিক বিমানবন্দর আছে?
বিএনপি বিষয়ক মন্ত্রী: ৩টির মতো।

এই বিমানবন্দরগুলোর মালিকানা কার?
বিএনপি বিষয়ক মন্ত্রী: সরকারের।

এবার আসা যাক সব থেকে বড় প্রশ্নে...৩টি বিমানবন্দর লকডাউন করা সোজা ছিল নাকি পুরো দেশ?
বিএনপি বিষয়ক মন্ত্রী: বিমানবন্দর।

চীনে করোনা মহামারির খবর প্রথম কবে জানা যায়?
বিএনপি বিষয়ক মন্ত্রী: জানুয়ারিতে।

জানুয়ারিতে বিমানবন্দর কেনো বন্ধ করা হলো না?
বিএনপি বিষয়ক মন্ত্রী: কারণ জানুয়ারিতে অন্য একটা অনুষ্ঠান ছিলো। 

তাহলে কি ততদিন বিদেশ থেকে আসা প্রতিটি লোকের করোনা টেস্ট হয়েছিলো?
বিএনপি বিষয়ক মন্ত্রী: না।

তাহলে দেশে করোনা ছড়ানোর জন্য দায়ী কে?
বিএনপি বিষয়ক মন্ত্রী: জিয়াউর রহমান। যেহেতু জিয়াউর রহমান বিমানবন্দর বানিয়েছেন তাই জিয়াই দায়ী...

১৮২৫ পঠিত ... ১০:৫৬, জুন ১৬, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top