ধানও ফলের মতো কার্বাইড দিয়ে পাকানো সম্ভব: একান্ত সাক্ষাৎকারে টাঙ্গাইলের এমপি ছোট মনি

১৫০৮ পঠিত ... ২১:৪০, এপ্রিল ২৮, ২০২০

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধান কাটার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভির হাসান ছোট মনি অনেকটা কোপানোর স্টাইলে কৃষকের কাঁচা ধান কেটে দিচ্ছেন। কিন্তু পাকা ধানের বদলে কেন তিনি কাটলেন কাঁচা ধান? তা জানতেই আমরা ভিডিও কল দিয়ে কথা বলি তাঁর সাথে, কাঁচা হাতে নিয়ে নেই এক কাল্পনিক সাক্ষাৎকার...

ভিডিও কলে দেখতে পাই তিনি নিজের ব্যক্তিগত ল্যাবরেটরিতে বসে এক মনে কাজ করছেন। তার চারিদিকে যেন কাঁচা ধানের মেলা। কথা বলার জন্য পাঁচ মিনিট সময় চেয়ে নিয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই-

: মাননীয় এমপি, আপনার ল্যাবে বিপুল পরিমাণ কাঁচা ধান দেখতে পাচ্ছি..
: এগুলো সবই গবেষণার জন্য এনেছি। নোট ফর পারসোনাল ইউজ। দেখতেই পাচ্ছেন, ধান নিয়ে আমি বিস্তর গবেষণা করছি।
: কিন্তু আপনার নামে অযথা কৃষকের কাঁচা ধান কেটে ফেলার অভিযোগ উঠেছে৷
: আমি মূলত গবেষণার উপাদান সংগ্রহ করতে গিয়েছিলাম। সেখানেই বিরোধীদলীয় কেউ ভিডিও করে গুজব ছড়িয়েছে৷
: আপনার গবেষণাটা কি নিয়ে যদি একটু বলতেন..
: আমার গবেষণার লক্ষ্য একটাই, আমি কার্বাইড দিয়ে কাঁচা ধান পাকাতে চাই।
: কিন্তু আমরা তো শুনেছি, কার্বাইড দিয়ে সাধারণত বিভিন্ন ফল পাকানো হয়...
: শুনেন, ধানও এক ধরনের ফল। ধানের ফলকেই তো আমরা 'চাল' বলি৷ পত্রিকায় পড়ছেন না, 'ধানের ফলন'! উদ্ভিদবিদ্যায় ফল-এর সংজ্ঞা অনেক বিস্তৃত!
: কিন্তু মাননীয় এমপি, এত কিছু থাকতে আপনি ধান পাকানোর চেষ্টা কেন করছেন?
- আমি আসলে দেশের প্রয়োজনেই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি।
: যদি একটু ব্যাখ্যা করতেন..
: দেখুন, বর্তমানে দেশে চাল-এর তীব্র সংকট চলছে। পরিশ্রমী নেতারাও অভাবের কারণে আজ 'চাল চোর' অপবাদ মাথায় নিয়ে ঘুরছেন। এরকম সময়ে যদি কাঁচা ধান পাকানো যায়, তাহলে এক সিজনে দুইবার ধান চাষ করা যাবে। মিটে যাবে চালের সকল অভাব।
: মাননীয় এমপি, আপনি কত দিনের মধ্যে এই গবেষণায় সফল হবেন বলে মনে করেন?

মাননীয় এমপি উত্তর দেয়ার আগেই হঠাৎ আরো কিছু কাঁচা ধান নিয়ে ল্যাবে এক যুবলীগ নেতা প্রবেশ করেন বলে টের পাওয়া যায়। ভিডিও কলের কথা ভুলে গিয়ে মাননীয় এমপি নতুন ধান নিয়ে নিবিষ্ট মনে গবেষণায় ব্যস্ত হয়ে পড়েন। জ্ঞানী লোকরা বুঝি এমনই আত্মভোলা হন৷

১৫০৮ পঠিত ... ২১:৪০, এপ্রিল ২৮, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top