ডোনাল্ড ট্রাম্পের টুইটে লেখা অদ্ভুত শব্দ 'Covfefe' নিয়ে অনলাইনে হাস্যরসের তোলপাড়

১০২৯ পঠিত ... ১৭:৪৬, জুন ০৫, ২০১৭

'ডোনাল্ড ট্রাম্প' নামটাই যেন হয়ে গেছে ট্রলিং এর এক প্রতিশব্দ! শুনলেই মনে হয়, আবার কী নতুন কাহিনী ঘটালেন আমেরিকার এই 'অঘটন-ঘটন-পটিয়সী' প্রেসিডেন্ট! তিনিও আমাদের হতাশ করেন না। একের পর এক আজগুবি ঘটনা ঘটিয়েই চলেন। এর আগে টুইটারে ট্রাম্পের 'ওভার-এক্টিভিটি' নিয়ে আলোচনা সমালোচনা এবং হাস্যরস কিছু কম হয় নি। এবার তার এক 'ভৌতিক' টুইটের জন্য তিনি আবারও আলোচনায়। গত ৩১ মে একটি টুইটে তিনি লেখেন, Despite the constant negative covfefe...', যেই টুইটে এবং এর মাধ্যমে উৎপত্তি লাভ করা নতুন শব্দ 'covfefe' দুটির কোনোটির মানেই নামকরা ভাষাবিজ্ঞানীরাও বুঝে উঠতে পারেন নি। অর্থহীন এই শব্দ দিয়ে তিনি কী বুঝাতে চেয়েছেন, তিনি নিজেও জানেন না। 'টাইপিং মিসটেক' থেকে শব্দটির উৎপত্তি বটে, কিন্তু ব্যক্তি যখন ট্রাম্প, লোকে কি আর ঠাট্টা না করে ছেড়ে দিবে? তাও সম্ভব?

ট্রাম্পের সেই টাইপিং মিস্টেক সংবলিত টুইট! সেই সঙ্গে জন্ম নিল নতুন শব্দ #covfefe

ডোনাল্ড ট্রাম্পের যেহেতু টাইপিং মিসটেক সমস্যা ভয়াবহ পর্যায়ে চলে গেছে, টুইটারে লগ ইন করতে তার কেমন সমস্যা হতে পারে দেখুন-

হিলারি ক্লিনটনের টুইট

 

 

এটি অবশ্য ডোনাল্ট ট্রাম্পের অপ্রকাশিত আত্মজীবনীর নামও হতে পারে! অথবা ট্রাম্পের আবিষ্কৃত কোনো ড্রাগের নামই এমন কিনা, কে জানে!

আরবান ডিকশনারিতে এই শব্দের মানে কী পাওয়া গেল, দেখে নিন-

Urban4-592ffcfde0e4c__700

তবে আমেরিকার প্রেসিডেন্টের টাইপিং মিসটেকও বুঝি এমন কিছুই! নতুন এক শব্দেরই জন্ম হতে পারে, অনর্থক হোক, তাতে কী! 

'Covfefe' মার্কিন কমেডিয়ান জন টেভর মজার একটি ভিডিও বানিয়েছেন, দেখে নিতে পারেন সেটিও।

১০২৯ পঠিত ... ১৭:৪৬, জুন ০৫, ২০১৭

Top