ডোনাল্ড ট্রাম্প যদি মোটিভেশনাল উক্তি দিতেন: ১০টি কাল্পনিক উক্তি

২২৩১ পঠিত ... ১৫:১৪, নভেম্বর ০৯, ২০২০

প্রতি দশটি সফলতার বাণীর মধ্যে একজন মার্কিন প্রেসিডেন্টের বাণী পাবেন। এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক যে সেখানে ডোনাল্ড ট্রাম্পের বাণী পাবেন না। আর কদিন বাদেই সাবেক হয়ে যাবেন ট্রাম্প, ওঠচ মানুষ তার মোটিভেশনাল উক্তি না পড়ে তাকে নিয়ে হাসাহাসি করবে! এ কেমন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্প যেহেতু কোনো মোটিভেশনাল উক্তি দেননি, আমরাই ভেবে বের করেছি যদি তা দিতেন, কেমন হতো সেগুলো! পড়ুন এবং এসব ফেক উক্তি থেকে দেখুন কোনো ফেক মোটিভেশন পান কিনা...

১# এই পৃথিবীটা মাস্ক মানে মুখোশধারীদের জন্য নয়। মুখোশ পরে সমস্যাকে পাশ কাটালে চলবে না। মুখোশ খুলে করোনার মতো সমস্যাকে নিজের মধ্যে আসতে দাও। তারপর তাকে জয় কর। 

২# তুমি কথায় কথায় মিথ্যা বল? কোনো সমস্যা নেই। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন তোমার মিথ্যার নিউজ করে কিছু নিউজ চ্যানেল দুই বেলা দু মুঠো খেতে পারে। 

৩# তোমার দাদা যে বয়সে হাঁটতে পারে না, সেই বয়সে আমি দ্য গর্জিয়াস লেডি হিলারিকে ল্যাং মেরে ফেলে দিছি। তাই মনে রেখ, সফলতার জন্য বয়স এবং জ্ঞান সবসময় জরুরী নয়। 

৪# সফল হওয়াই শেষ কথা নয়। সফল হওয়ার পরও চীনের মতো কিছু শত্রু রাখো। এরপর তাদেরকে সাইজ করার চক্করে এমনিতেই তুমি শক্তিশালী থাকবা। 

৫# তুমি হবে তোমার মতো। অন্য কাউকে ফলো করবা না। এই কাজ করবে চাইনিজরা। শালারা তো আছেই জেরক্স কপি বানানোর জন্য। 

৬# গরিব হলে নিজের ভাগ্যকে দোষারোপ করা বাদ দাও। গরিব হলে চাইনিজ প্রোডাক্ট ইউজ কর। চাইনিজ প্রোডাক্ট ইউজ করে নিজেকে আমেরিকার অরিজিনাল প্রোডাক্টের মতো তৈরি করো...

৭# সমস্যা সমাধান করতে না পারলে আরেকটা সমস্যা তৈরি কর। 

৮# সফল রাজনীতিবিদ হতে চাও? সফল রাজনীতিবিদ হওয়ার পূর্বশর্ত হলো, রাজনীতিবিদ না হওয়া। এটা মিথ্যা কথা। এটা অবশ্য সত্য কথাও না। 

৯# কখনও দোষ করবে না, এমনটা নয়। কিন্তু কখনোই সেই দোষ অন্যের ঘাড়ে চাপাতে ভুলবে না। আমি যেমন চায়নার ঘাড়ে…

১০# যে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না, সেজন্য চীনকে দায়ী করো।

২২৩১ পঠিত ... ১৫:১৪, নভেম্বর ০৯, ২০২০

Top