যে ১০ কারণে ট্রাম্প শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য

১০১০ পঠিত ... ১৪:৫৯, সেপ্টেম্বর ১২, ২০২০

শান্তিতে নোবেলের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবাই বিষয়টিকে অপ্রত্যাশিত ভাবছে। কিন্তু গত চার বছরে ট্রাম্পের ব্যক্তিজীবন বিবেচনা করলে দেখা যায়, লোকটা আসলেই নোবেলের দাবিদার। ট্রাম্পের নোবেল পুরষ্কারের দাবিতে নোবেল কমিটির কাছে eআরকির আইডিয়াবাজরা উত্থাপন করলো ১০ টি যৌক্তিক কারণ।  

১# ট্রাম্প আগে রেসলিং এর ম্যানেজার ছিলো। এখন নেই। এমন সহিংস একটি স্পোর্টস থেকে সরে আসার জন্য ট্রাম্প শান্তিতে একটা নোবেল পেতে পারে।
 
২# পাগলার হাতে কুড়াল দিলেই যেখানে ভায়োলেন্সের সম্ভাবনা থাকে সেখানে পাগলার হাতে আস্ত পারমানবিক বোমার সুইচ। তাও ৪ বছর ধরে। এখনো টিপে নাই। এমন শান্ত পাগলা পৃথিবীতে দ্বিতীয়টি নেই।
 
৩# কিমের সাথে একটা শান্তিপূর্ণ কোলাকুলি ও শান্তিপূর্ণ হ্যান্ডশেকের জন্য হলেও ট্রাম্প কিমের সাথে যৌথভাবে একটা নোবেল প্রাপ্য।
 
৪# নিয়মিত নিজের অজান্তেই হাস্যরসাত্মক কথাবার্তা বলে মানুষকে যেভাবে ট্রাম্প বিনোদিত করে, যেভাবে হৃদরোগের সম্ভাবনা থেকে মানুষকে রক্ষা করে; একটা নোবেল লোকটার জন্য কমই।
 
৫# সংবাদ সম্মেলনের দেখবেন, মেজাজ গরম হয়ে গেলেই ট্রাম্প চীনের উপর বাকি দায়িত্ব দিয়ে সম্মেলন স্থল ত্যাগ করেন। তার এমন সিদ্ধান্তে সংবাদ সম্মেলন একটা উত্তেজনাকর মুহূর্ত থেকে রক্ষা পায়। নোবেল না পেয়ে কোন উপায় আছে ট্রাম্পের!
 
৬# চারটা বছর লোকটা ক্ষমতায়। এখনো নোবেল পায়নি। কিন্তু রয়্যাল সুইডিশ একাডেমি এখনো বোমার আঘাতে উড়ে যায়নি। ট্রাম্পের মতো শান্ত আর কে আছে বলেন!
 
৭# ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় হোয়াইট হাউজের সামনের বিক্ষোভে শুধুমাত্র শান্তির জন্য লোকটি বাঙ্কারে লুকিয়েছে। অন্য কেউ হলেতো সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতো। কী শান্ত লোকরে বাবা!
 
৮# ট্রাম্প লোকটার চুলগুলো সাদা। আর কে না জানে, সাদা মানেই শান্তির প্রতীক।
 
৯# একজন পর্নস্টারের সাথে ট্রাম্পের স্ক্যান্ডালের খবর ওই পর্নস্টারই আকাশে, বাতাসে, টকশোতে, কমেডিশোতে ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু ওই পর্নস্টার এখনো বেঁচে আছে। তাকে মরতেও হয়নি, গুম হতে হয়নি, ৬৪ জেলায় ৬৪টা মামলাও খেতে হয়নি। তুলনামূলক বিচারে লোকটাতো শান্তিতে নোবেল পায়।
 
১০# ট্রাম্পের নোবেল নয়, মূলত নোবেলের একটা ট্রাম্প দরকার। যোগ্যতা হিসেব করে কী লাভ! আর হিসেব করলেও এখানে নোবেলের যোগ্যতা হিসেব করা উচিত। ট্রাম্পের নয়। 
১০১০ পঠিত ... ১৪:৫৯, সেপ্টেম্বর ১২, ২০২০

Top