অনুপমকে ছেড়ে পরমব্রতকে বিয়ে করেছে পিয়া। কতবড় সাহস। একজন বিনোদন সাংবাদিক হিসেবে বিষয়টি একেবারেই মেনে নেয়া যায় না। সেজন্য eআরকি বিনোদন সাংবাদিক টিম নেমে পড়েছে পিয়ার বয়ফ্রেন্ডদের সন্ধানে। গুগল ঘেটে বের করে নিয়েছে পিয়ার ৫ জন বয়ফ্রেন্ডের তালিকা। ৫ নাম্বারটি জানলে চমকে উঠবেন।
১#
আশিক নামে পিয়ার একজন বয়ফ্রেন্ড ছিলো। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া আশিক-পিয়া সিনেমা দেখে বিষয়টি নিশ্চিত হয়েছে eআরকি।
২#
ধারণা করা হয় হয়, বাংলাদেশি সংগীত শিল্পী আসিফ আকবর পিয়ার আরও একজন বয়ফ্রেন্ড। পিয়া আসিফকে ছেড়ে চলে যাওয়ার পর আসিফকে প্রায়ই চিৎকার করে গাইতে শোনা যায়, ও পিয়া ও পিয়া তুমি কোথায়।
৩#
অনেকে মনে করেন পিয়ার আরেকজন বয়ফ্রেন্ডের নাম প্রেশার। কারণ পিয়ার প্রেশার।
৪#
ধারণা করা হয়, একসময় কাজী নজরুল ইসলামেরও প্রেম ছিলো পিয়ার সাথে। পিয়াকে পটানোর জন্য কাজী নজরুল একটা গানও লিখেছিলেন, ‘মোর পিয়া হবে এসো রানী, দেবো খোঁপায় তারার ফুল।‘
৫#
৫ নম্বর পয়েন্ট পর্যন্ত আসার জন্য ধন্যবাদ। এবার আপনাকে একটা কথা বলি, পিয়ার কতজন বয়ফ্রেন্ড ছিলো এটা জানা আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। পিয়া একজন স্বাধীন মানুষ। তার জীবনের সিদ্ধান্ত নেয়ার মালিক সে নিজে। তার কয়টা বয়ফ্রেন্ড থাকবে, কাকে বিয়ে করবে সেটাও সম্পূর্ণ তারা নিজের বিষয়। এইসব জেনে আক্ষরিক অর্থে আপনার কোনো লাভ নেই। এরচেয়ে মুরগি পালেন, স্বাবলম্বি হন। ধন্যবাদ, আবার আসবেন।