ময়লার মধ্যে ডেট করা কাপলের ছবিটির সম্ভাব্য ৫টি ব্যাকস্টোরি

১৫৭৬ পঠিত ... ২০:০৮, নভেম্বর ০৩, ২০২০

সম্প্রতি বাংলাদেশের ময়লার ডাস্টবিনের পাশে বসে প্রেম করা এক প্রেমিক যুগলের ছবি ভাইরাল হয়। যা দেখে মনে হতেই পারে, প্রেম শুধু বর্ণহীন না, গন্ধহীনও। তবে ছবিটি দেখেই সরাসরি তাদের জাজ না করে চলুন আমরা পেছনের কাহিনী ভাবতে চেষ্টা করি। আপনাদের মাথায় যেন ভাবাভাবির প্রেশার কম পড়ে সেজন্য কাজটা করে দিয়েছি আমরাই!

১# ছবিটি একবিংশ শতাব্দীর শুরুর দিকে তোলা। যিশু খ্রিষ্টের জন্মের প্রায় ২১'শ বছর শেষ তখন। তখনো এশিয় অঞ্চলের একটি উন্নয়নশীল দেশে ছেলেমেয়েরা প্রেম করতে পারতো না। পার্কে প্রেম করলে পুলিশ ধরতো, জনপ্রতিনিধিও মাঝে মাঝে পার্কে এসে প্রেমিক, প্রেমিকাদের হেনস্থা করতো। কোন সুন্দর জায়গায় প্রেম করতে গেলে স্থানীয়রা হেনস্থা করতো। এমনকি ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতেও প্রেম করা যেতো না। এমনই এক মধ্যযুগীয় সময়ে এই ছবি তোলা হয়েছে। এই ছবির মাধ্যমেই প্রেম করার এক উদ্ভাবনী পদ্ধতি আবিষ্কার হয়। এরপর থেকে প্রেমিক প্রেমিকারা ময়লার পাশে বসে প্রেম করে। সেখানে মানুষজন তাদেরকে ডিস্টার্ব করতে যায় না।

২# আধুনিক পৃথিবীতে একবার করোনা নামক এক মহামারী দেখা দেয়। পৃথিবীর কোটি কোটি মানুষ আক্রান্ত হয় এই ভাইরাসে। এই ভাইরাস আক্রমণ করলে মানুষ স্বাদহীন, গন্ধহীন হয়ে যায়। পৃথিবী আধুনিক হওয়ার আগে থেকেই প্রেম চোখের আলো হারায়। আধুনিক পৃথিবীতে প্রেমকে সবাই অন্ধ বলেই জানতো। ধারণা করা হয়, এই সময়টাতে প্রেম করোনা ভাইরাসেও আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রেম গন্ধহীনও হয়ে যায়। অন্ধ ও গন্ধহীন হওয়ায় প্রেম ময়লা দেখেও না, ময়লার গন্ধও নাকে নেয় না। ফলে তারা না জেনেই ময়লার স্তুপের পাশে বসে প্রেম শুরু করে।

৩# আগেকার যুগে বাবা-মাকে ফাঁকি দিয়েই প্রেমিক প্রেমিকারা দেখা করতে বের হতো। বাসা থেকে কোনভাবে বের হতে পারলেও রাস্তায় পাশের বাসার আন্টি আঙ্কেলদের দৃষ্টিগোচর হওয়ার ভয় ছিলো। এই দুইটা ঝুঁকি এড়াতে এই প্রেমিক যুগল বাসা থেকেই সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে দেখা করার সিদ্ধান্ত নেয়। দুজনই বাসা থেকে সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে এই শেষপ্রান্তে এসে দেখা করে। এই প্রেমিক যুগলকে আধুনিক পৃথিবীর লাইনি-মজনুও বলা হতো। এই ঘটনা নিয়ে 'দ্যা গ্রেটেস্ট এস্কেপ ফর লাভ' নামে একটি মুভিও নির্মাণ করা হয়।

৪# একবিংশ শতাব্দীর শুরুর দিকে ইন্ডিয়ান সাবকন্টিনেটের ভারত নামক একটি দেশে আইপিএল নামে একটি ক্রিকেট লীগ হতো। তারই আদলে ভারতের পাশের দেশে বাংলাদেশেও বিপিএল নামে একটি লীগ শুরু হয়। সাধারণ বাংলাদেশের এই লীগে গ্যালারি ফাঁকাই থাকতো। এই ফাঁকা গ্যালারির সুযোগ নিতো প্রেমিক প্রেমিকারা। তারা ফাঁকা গ্যালারিতে গিয়ে প্রেম করতো। কিন্তু গাজি টিভি নামক একটি টিভি ক্যামেরা প্রেমিক যুগল দেখলেই তাদের দিকে ক্যামেরা তাক রাখতো। প্রেমিক, প্রেমিকার বাসা থেকে দেখে ফেলায় সে সময়ে পারিবারিক চাপে অনেক প্রেম ভেঙ্গে গিয়েছিলো। প্রেমের উপর নেমে এসেছিলো এক ভয়াবহ বিপর্যয়। ওই বিপর্যয় থেকেই বাঁচতেই এই কাপলটি ময়লার পাশে বসেছিলো। কিন্তু আফসোস, গাজি টিভির ক্যামেরাম্যান তাদেরকেও ছাড়লো না!

৫# এটি 'আমি ভালোবাসা দিয়ে ওকে ভালো করে দিবো' নামক একটি সামাজিক মুভমেন্টের অংশ। তখনকার প্রেমিকারা বিশ্বাস করতো, ভালোবাসা দিয়ে পৃথিবীর সকল খারাপকে ভালোয় রূপান্তর করা সম্ভব। সেজন্য তারা ময়লার পাশে বসে প্রেম করে পৃথিবী থেকে সকল ময়লা ধ্বংস করে পৃথিবীকে বাসযোগ্য করার বার্তা দিতে চেয়েছিলো পৃথিবীকে। আর নিমকহারাম পৃথিবীবাসী তাদেরকে নিয়ে ট্রল, মজা ও সমালোচনা করেছিলো।

১৫৭৬ পঠিত ... ২০:০৮, নভেম্বর ০৩, ২০২০

Top