ক্ষমা চাইতে গিয়ে প্রাক্তনের মারধোরের শিকার বরিশালের সাব্বির

১২৮৮ পঠিত ... ২২:১১, অক্টোবর ১৭, ২০২০

১৭ অক্টোবর 'বিশ্ব প্রাক্তনকে ক্ষমা করা দিবস'। এই দিবসের তাৎপর্যে মহিমান্বিত হয়ে প্রাক্তনের কাছে ক্ষমা চাইতে গিয়ে তীব্র মারধোরের শিকার হয়েছে এক হতভাগ্য প্রাক্তন। ঘটনাটি ঘটেছে বরিশালে, ভুক্তভোগী প্রাক্তনের নাম সাব্বির। ঘটনাটি ঘটিয়েছে সাব্বিরের প্রাক্তন প্রেমিকা সাদিয়া।

মারধোরের কথা শিকার করে সাদিয়া বলে, 'সাব্বির ক্ষমার অযোগ্য প্রাক্তন। শুধু অযোগ্য না, ও একটা সুযোগ সন্ধানীও। 'প্রাক্তনকে ক্ষমা করুন' দিবসের সুযোগ নিতে চেয়েছে এই ক্ষমার অযোগ্য লোকটি।'

তবে অনেকদিন পর সাব্বিরকে হাতের কাছে পেয়ে থাপ্পড়ে মুখ লাল করতে পেরে ও কপালে ১০ আলু তুলতে পেরে বেশ খুশি সাদিয়া। এমন সুযোগ তৈরি করে দেয়ার প্রাক্তনকে ক্ষমা করুন দিবসের প্রবক্তাদের ধন্যবাদও দেন তিনি।

মারধোর খেলেও সাব্বির সাদিয়ার বিরুদ্ধে কোন অভিযোগ করেননি। এই ধরনের মারধোর ওর প্রাপ্য এমনটা মেনে নিয়ে সাব্বির বলেন, 'কপাল ভালো সাদিয়ার কাজিন আনিকা সাদিয়ার পাশে ছিলো। হাতের কাছে পাইলে আমার এই প্রাক্তনও আমাকে ছাড়তো না।'

লাল হওয়া গালে হাত বুলাতে বুলাতে সাব্বির বলেন, 'হ্যাঁ, হয়তো আমার একসাথেই পাঁচটা প্রেমিকা ছিল সে সময়, তাই বলে কি ক্ষমা করতে পারবে না? ক্ষমা করতে পারবেনা, মারবে; সবই মানলাম। তাই বলে মুখমন্ডলে ১০ টা আলু তুলবে? দুই তিনটা হইলে ঠিক ছিল...'

তবে মার খেয়ে দমে যাননি সাব্বির। লিস্টে আছে আরও ১৯ জন প্রাক্তন। এর মধ্যে একজন প্রাক্তন হতে পারেন আজ রাতেই, এমন সম্ভাবনার খবর জানিয়ে সাব্বির বলেন 'এখন একসাথে তিনটা প্রেম করতেসি। একটা আজকে ব্রেকাপ করমু ভাবসি। ব্রেকাপ করেই নগদে ক্ষমা চামু...'

'যদি আবার মার খান?' আমাদের এমন প্রশ্নে সাব্বির বলেন, 'পিপিই, মাস্ক পরে যাবো। করোনা হইছে ভাইবা মারবে না।'

১২৮৮ পঠিত ... ২২:১১, অক্টোবর ১৭, ২০২০

Top