যে ১০টি কারণে প্রেমিক-প্রেমিকারা কফির কাছে আজীবন ঋণী

১১৬৯ পঠিত ... ১৫:২৭, সেপ্টেম্বর ২৯, ২০২০

আজ বিশ্ব কফি দিবস। প্রেমের সময়টার কথা চিন্তা করলে দেখবেন যে, আপনার প্রেমের শুরু থেকে শেষ পর্যন্ত কফি ওতপ্রোতভাবে জড়িয়ে। বিশ্ব জুড়ে প্রেমিক-প্রেমিকারা নানাভাবে কফির কাছে ঋণী হয়ে আছে। আজ বিশ্ব কফি দিবসে এমন ১০টি কারণ খুঁজে বের করে কফির ঋণ শোধ করার ক্ষুদ্র চেষ্টা করেছে টিম eআরকি।

১# প্রেম শুরুই করা যেত না। ক্রাশকে কফির অফারই দিতে পারতেন না, প্রেম হবে কীভাবে!

২# লম্বা ডেট মাত্র একটা কফিতে শেষ করতে পারতেন না। অনেক কিছু অর্ডার করে অনেক বিল গুনতে হতো...

৩# একটা কোল্ড কফিতে দুইটা স্ট্রর রোমান্টিক মোমেন্ট পেতেন না।

৪# কফিতে লাভ শেপের ফেনা ভাসার রোমান্টিক ছবি ফেসবুকে আপলোড দিতে পারতেন না।

৫# 'আমি অমুকের সাথে জাস্ট কফি খেতে গেছি' এই বলে কোনোমতে ব্রেকাপ ঠেকাতে পারতেন না।

৬# 'আমি দারুণ কফি বানাতে পারি' এমন লোভ দেখিয়ে প্রেমিক/প্রেমিকাকে বাসায় আনতে পারতেন না।

৭# প্রেমিক/প্রেমিকাকে কখনো কফি ফ্লেভারের চকলেট গিফট দিতে পারতেন না।

৮# অফিস কিচেন থেকে কলিগের জন্য কফি বানিয়ে অফিস রোমান্স করতে পারতেন না।

৯# কফি না থাকলে রাত জেগে ফোনে কথা বলতে বলতে জেগে থাকার জন্য কী খেতেন বারবার?

১০# কফি না থাকলে থাকতো না কফিশপ। কফিশপে না বসলে প্রেমটা করতেন কোথায়?

১১৬৯ পঠিত ... ১৫:২৭, সেপ্টেম্বর ২৯, ২০২০

Top