প্রেমিকার 'বাবু' মুড বনাম প্রেমিকার 'রাগী' মুড: দেখুন ১০টি নমুনা

১৪৮৫ পঠিত ... ১৮:৪৯, নভেম্বর ২৯, ২০২০

প্রেমিকার মুড কখন কেমন থাকে, ঈশ্বরই তা ঠিকঠাক বুঝে না, প্রেমিক আর বুঝবে কেমনে! প্রেমিকার দুই রকম মুডে আপনি একই প্রশ্নের একেবারেই আলাদা রেসপন্স পেতে পারেন। কেমন? দেখে নিন! 

১#

প্রেমিক : বাবু খাইছো? 

প্রেমিকা যখন বাবু মুডে: হ্যাঁ, বাবু। আমার বাবুটা খাইছে? 

প্রেমিকা যখন রাগী মুডে: না। তুই কখন জিজ্ঞেস করবি সেই আশায় বসে আছি। স্টুপিড কোথাকার!

 

২#

প্রেমিক: মন খারাপ! 

প্রেমিকা যখন বাবু মুডে: ও মা! কী বল? কে মন খারাপ করালো আমার বাবুটার। এদিকে আসো…
প্রেমিকা যখন রাগী মুডে: ভালোইসে। দূরে গিয়া মর! আমার কাছে আইসোস ক্যান? যার ছবিতে লাভ দেস সারাদিন তারে গিয়া ক... 

 

৩#

প্রেমিক: কোথাও ঘুরতে যাওয়া দরকার। 

প্রেমিকা যখন বাবু মুডে: একেবারে আমার মনের কথাটা বলছ বাবু। চলো সেন্টমার্টিন যাই। 
প্রেমিকা যখন রাগী মুডে: পাবনার টিকিট কেটে দেই? ঘুরে আসো। খুব সুন্দর জায়গা। তোমার টাইপের অনেকরে পাবা। 

 

৪#

প্রেমিক: রেস্টুরেন্টে যাই চলো। 

প্রেমিকা যখন বাবু মুডে: আগে ফুচকা খাবো!
প্রেমিকা যখন রাগী মুডে: বসে বসে মুড়ি খাও! কোথাও যাবো না!

 

৫#

প্রেমিক: আমাকে তোমার এত ভালো লাগে কেন? 

প্রেমিকা যখন বাবু মুডে: কী জানি! মেড ফর ইচ আদার বলে হয়তো! 
প্রেমিকা যখন রাগী মুডে: গাধাশ্রেণীর মানুষদেরই মনে হয় পছন্দ আমার। সবই কপালের দোষ...

 

৬#

প্রেমিক: শোনো, এবার আগে থেকেই প্ল্যান করতেছি। তোমার জন্মদিনে জোশ একটা সেলিব্রেশন হবে! 

প্রেমিকা যখন বাবু মুডে: বাবু, সত্যিই?! হাউ লাকি আই অ্যাম!
প্রেমিকা যখন রাগী মুডে: হিরোগিরি রাখো। জন্মদিনটা ঠিকঠাক মনে রাখতে পারো কি না দেখ। 

 

৭#

প্রেমিক: ওগো, পড়তে ইচ্ছে করে না। 

প্রেমিকা যখন বাবু মুডে: পড়বা আর কি! আগে তো আমার সাথে একটু প্রেম করে নাও।
প্রেমিকা যখন রাগী মুডে: পড়বা কেন? সরকার তো তোমার জন্য বেকার ভাতা চালু করতেছে। 

 

৮#

প্রেমিক: যদি কোনোদিন ছেড়ে যাই...

প্রেমিকা যখন বাবু মুডে: মরে যাব নাহলে তোমারে মারব!
প্রেমিকা যখন রাগী মুডে: প্লিজ, এক্ষুনি চলে যাও! খুশিতে কয়েকটা ফকিরকে ডেকে খাওয়াব। 

 

৯#

প্রেমিক: খুব টায়ার্ড। ঘুমাব একটু। ঘন্টাখানেক পর ডেকে দিও তো। 

প্রেমিকা যখন বাবু মুডে: (ইনবক্সে) আচ্ছা। আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ো।
প্রেমিকা যখন রাগী মুডে: চাকর পাইছো? অ্যাম আই এ সার্ভেন্ট টু ইউ? 

 

১০#

প্রেমিক: দেখতে ইচ্ছে করতেছে তোমাকে। 

প্রেমিকা যখন বাবু মুডে: এইতো আর কয়েকটা দিন। বউ হই। সারাদিন মন ভরে দেখতে পারবা।
প্রেমিকা যখন রাগী মুডে: মতলব বুঝি তো...

১৪৮৫ পঠিত ... ১৮:৪৯, নভেম্বর ২৯, ২০২০

Top