ভ্যালেন্টাইন্সে যে ধরনের স্ট্যাটাস দিয়ে বোঝাবেন, আপনি সিংগেল

১৫১৬ পঠিত ... ১৩:৫৫, ফেব্রুয়ারি ১৪, ২০২১

valentines single

১# অনলাইন শপ থেকে কোনো একটা প্রোডাক্টের ছবি শেয়ার দিয়ে লিখুন- জিনিসটা পছন্দ হলো৷ কিন্তু দেয়ার কেউ নেই৷ টাইমলাইনে তুলে রাখলাম। :) 
 
২# আপনি যে আজকে সারাদিন প্রচন্ড রকমের ফ্রি তেমন ইংগিত দিন। লাইক- আজকে সারাদিন সবার পোস্টে লাভ রিয়েক্ট দেবো। অথবা- যারা ঘুরতে বের হয়েছে তাদের দেখছি, সুখী মানুষ দেখতেও ভালো লাগে।
 
৩# ভ্যালেন্টাইন বসন্ত আজকে কোন বা* তাতে আপনার কিছুই আসে-যায় না, এমন ভাব প্রকাশ করুন৷ যেমন- আজকে সারাদিন অফিস/ আজ শুধুই রবিবার/ সুন্দরবন দিবসের শুভেচ্ছা/ সারাদিন ঘুমাবো/ watching Dark, Netflix and Chill...
 
৪# পুরোনো স্মৃতিচারণা করতে পারেন, যেমন- এক সময় আমার জীবনেও বসন্ত ছিল/ ভালোবাসার বিকেলগুলো একদিন ছিল অন্যরকম...
 
৫# ভালোবাসারে অন্য লাইনে নিয়ে যান, মানে বিশ্বমানবতা, সর্বজনীন ভালোবাসা টাইপ। রাস্তার কোনো র্যান্ডম কুকুরের মাথায় রাউটার পরিয়ে, 'ভালোবাসা ওদের জন্য, অথবা মা-বোন-ভাইব্রাদারের জন্য ফুল কিনে তার ছবি, সাথে ক্যাপশন 'আমার ভালোবাসার মানুষরা...'
 
৬# ভ্যালেন্টাইন-বসন্তকে একেবারে খারিজ করুন, বাতিলের খাতায় ফেলে দিন৷ 'আমি এইসব দিবসে বিশ্বাসী না, ভালোবাসা ও উৎসব কোনো নির্দিষ্ট দিনের হতে পারে না...'
 
৭# রেস্টুরেন্টে এক হাফ কাচ্চির ছবি তুলে ক্যাপশন দিতে পারেন- না ভাই, কাপল প্ল্যাটার আমার জন্য না...
 
৮# ওয়াচিং অমুক মুভি, এইরকম একটা পোস্ট দিতে পারেন (আসলেই মুভি দেখতে হবে এমন না)। যার বোঝার বুঝে নেবে, আপনার আজকে কোনো ব্যস্ততা নেই, এজন্যই তো বাসায় বসে মুভি দেখছেন...
 
৯# একটু 'সাটল' ওয়েতে বিষয়টা বুঝাতে পারেন, যেমন- 'টিভিতে একটা প্রোগ্রাম দেখছি, প্রোগ্রামটা হলো- আমার আমি।' অথবা, 'হাসানের একা আমি একা গানটা বিকাল থেকে শুনছি... গানটা ভালোই, আগে খেয়াল করিনি...'
 
১০# যদি আপনি একটু লাজুক ধরনের হন, তবে চুপচাপ হোমপেজে বিভিন্ন রমণ-রমণীদের ছবিতে লাভ রিয়্যাক্ট দিতে থাকুন। সবার সব ছবিতে আপনার রিয়্যাকশন দেখে অন্যরা ঠিকই বুঝে নেবে, আপনি সিঙ্গেল। নাইলে তো এত ফ্রি থাকার কথা না...
 
১০টাই থাকুক। সব বুদ্ধি দিয়ে দেয়া যাবে না৷ তাছাড়া ভ্যালেন্টাইনে কেন এসব বুদ্ধি দেবো! আমি এইসব দিবসে একেবারেই বিশ্বাসী না...
১৫১৬ পঠিত ... ১৩:৫৫, ফেব্রুয়ারি ১৪, ২০২১

Top