ভ্যালেন্টাইনস ডে'তে ওবায়দুল কাদেরের সাথে কিছু একান্ত মুহূর্ত

৪৭২০ পঠিত ... ১৫:১৯, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
১৪ ফেব্রুয়ারি, মানে বুঝেনই তো ভ্যালেন্টাইন ডে’র দিনে ওবায়দুল কাদের পোস্ট করেন নিজ অফিসে কর্মরত অবস্থার কিছু ছবি। ভালোবাসার রঙে মিলিয়ে তিনি লাল রঙের সুন্দর একটি টাই পরে। পাশে ছিল একটি লাল টুকটুকে ফোন। ছবিতে তাকে দেখা যায় লেখালেখি এবং স্মার্টফোনে ব্যস্ত সময় কাটাতে। ভালোবাসা দিবস হয়ত মন্ত্রীর মতো ব্যস্ত মানুষদের জন্য খুব একটা বিশেষত্ব নিয়ে আসে না। তিনি নিশ্চয়ই জরুরি কোন কাজই করছিলেন। তবুও eআরকি কিছুটা ব্যতিক্রমী উপায়ে ভাবার চেষ্টা করেছে, তিনি তখন কী ভাবছিলেন এবং করছিলেন।

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

৪৭২০ পঠিত ... ১৫:১৯, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

Top