ফেসবুকের আনাচ-কানাচে ছড়িয়ে আছে অসংখ্য প্রেমিক-প্রেমিকা। এসব প্রেমিক-প্রেমিকাদের প্রেম ফেসবুকে চক্রাকারে চলতে থাকে। ফেসবুকে চলতে থাকা সেই প্রেম চক্রের আবর্তন যে রকম হয় তা আবিষ্কার করেছে eআরকির প্রেম গবেষক দলের অলটাইম এক্টিভ সদস্য মাহবুব আলম। eআরকির পাঠকরা মিলিয়ে নিন।
১# রিলেশনশিপ স্ট্যাটাস 'সিঙ্গেল'
নবাগত ফেসবুকাররা রিলেশনশিপ স্ট্যাটাস 'সিঙ্গেল' দিয়েই আইডি খুলে থাকেন। অনেক সময় বিবাহিতরাও একই কাজ করে থাকেন।
২# হাই-হ্যালো
এই পর্যায়ে রাত-বিরাতে যাকে-তাকে 'হাই-হ্যালো' মেসেজ দেওয়া শুরু হয়। এক্ষেত্রে ছেলেরা এক ধাপ এগিয়ে।
৩# গুডনাইট-গুডমর্নিং
'হাই-হ্যালো' পর্বে টিকে থাকা ব্যক্তি পরের দিন থেকে গুড নাইট-গুড মর্নিং বলা শুরু করে দেয়।
৪# অলটাইম 'একটিভ'
এই পর্যায়ে দিনের প্রতিটি মুহূর্ত ফেসবুকে চ্যাটিং করে কাটানো হয়। এসময়ে বন্ধুদের মেসেজও 'আনসিন' করে রাখা হয়।
৫# ইন আ রিলেশনশিপ উইথ 'অমুক'
ব্যাপক পরিশ্রম আর হাড়ভাঙ্গা চ্যাটিংয়ের পর অবশেষে ফেসবুকবাসীর সামনে উন্মোচিত হয় 'ইন আ রিলেশনশিপ উইথ অমুক' টাইপের স্ট্যাটাস।
৬# খাবার নিয়ে সেল্ফি
প্রেম হয়ে যাওয়ার পর প্রেমিক-প্রেমিকা রেস্টুরেন্টে খেতে গিয়ে নিজেদের একখানা সেল্ফি এবং খাবারের কয়েকটা ছবি তুলে ফেসবুকে আপলোড দেন।
৭# ব্রেকাপ
তমুকের ছবিতে লাভ রিঅ্যাক্ট করার দায়ে নবাগত প্রেমিক-প্রেমিকাদের ব্রেকাপ হয়।
৮# হৃদয়বিদারক স্ট্যাটাস
ব্রেকাপের পর প্রেমিক-প্রেমিকা উভয়ই একে অন্যকে উদ্দেশ্য করে 'মানুষ চিনতে ভুল করেছি। জীবন আমাকে শিক্ষা দিয়েছে।' টাইপের স্ট্যাটাস দেয়।
৯# ব্লক
যাকে উদ্দেশ্য করে হৃদয়বিদারক স্ট্যাটাস দেওয়া হয়েছে, সে স্ট্যাটাসটা দেখেছে- এই বিষয়ে নিশ্চিত হওয়ার দুই-একদিন পর তাকে ব্লকলিস্টবাসী বানিয়ে দেওয়া হয়।
১০# রিলেশনশিপ স্ট্যাটাস 'সিঙ্গেল'
অতঃপর সাবেক প্রেমিক/প্রেমিকার সাথে রেস্টুরেন্টে তোলা ছবি ডিলিট করে পুনরায় সগৌরবে নিজের রিলেশনশিপ স্ট্যাটাসে যুক্ত করে দেওয়া হয় 'সিঙ্গেল।'