ইদের বোনাস দ্রুত দিতে বসকে যেভাবে উদ্বুদ্ধ করবেন

৭৬৬ পঠিত ... ১৫:২২, এপ্রিল ০৯, ২০২৩

ইদের-বোনাস

বস ইদের বোনাস দিতে গড়িমসি করছে? আর নয় চিন্তার দিন! eআরকি নিয়ে এসেছে বসের থেকে বোনাস আদায়ের অভিনব কিছু টিপস!

 

১#
বসকে বলুন, ‘বস, ভাবিকে শাড়ি কিনে দিয়েছেন তো? আর দুইদিন লেইট হলেই কিন্তু, ভাবি খুব মাইন্ড করবে।‘

 

২#
বসের কাছে গিয়ে ফিসফিস করুন, ‘বস, ইদের শপিং যা করার করে ফেলুন। নিউমার্কেটে কিন্তু এখনই আপনার আমার সাইজের কোনো জামা নাই।‘

 

৩#
খামাখা অফিসের পিয়নের সাথে চিল্লাচিল্লি করুন, ‘বোনাস চাওয়ার এতো কী আছে! অফিসের সময় হলে তো এম্নিতেই দেবে।‘

 

৪#

বসকে বারবার জিজ্ঞেস করুন, ‘বস, ভাবির কেনাকাটা কি শেষ? আমি তো এখনও শুরুই করি নাই।‘

 

৫#
বসকে বলুন, ‘বস, খবর জানেন নাকি? আপনার বন্ধু এমদাদ সাহেব, গতকাল তার অফিসে বোনাস দিয়ে দিয়েছে।‘

 

৬#

বসের সাথে আলাপ করুন, ‘বস, আমাদের উলটাদিকে যে একটা ছোটখাট অফিস আছে। এরা কি রুজি করে না করে, ইদের বোনাস দিয়ে দিছে ১০ রমজানেই।‘

 

৭#
অফিসে ফ্লোগান তুলুন, ‘বি-ফর বস, বি- ফর বোনাস!’

৭৬৬ পঠিত ... ১৫:২২, এপ্রিল ০৯, ২০২৩

Top